বাংলাদেশের বিপক্ষে জয়ের ‘সুযোগ’ দেখছেন জার্ভিস

কাইল জার্ভিস।প্রোটিয়া সফরের দুঃস্বপ্ন ভুলতে জিম্বাবুয়ের সামনে সুবর্ণ সুযোগ। স্বাগতিক বাংলাদেশর বিপক্ষে ম্যাচ জয়। স্বাগতিকদের বিপক্ষে কাজটা কঠিন হলেও ভালো ‘সুযোগ’ দেখছেন জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিস।

বৃহস্পতিবার মিরপুরের একাডেমিতে দুপুর থেকে কঠোর অনুশীলন করেছে জিম্বাবুয়ে। অনুশীলনের মাঝপথে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন জিম্বাবুয়ে পেসার জার্ভিস, ‘দক্ষিণ আফ্রিকায় খুব কঠিন সফর ছিলো। তবে আমরা ইতিবাচক মনোভাব নিয়ে এসেছি। সেই ইতিবাচক মানসিকতার মধ্যে আছে ম্যাচ জেতা। অনেক বড় প্রেরণার বিষয় হচ্ছে রাজা (সিকান্দার) ফিরেছেন। আমার মনে হয় আমাদের ভালো সুযোগ আছে।’

বাংলাদেশ যে ঘরের মাঠে হিংস্র একটা দল সেটা ভালো করেই জানা আছে জার্ভিসের। তাই বাংলাদেশকে হারানো যে কঠিন তা স্বীকার করলেন তিনি, ‘বাংলাদেশ ঘরের মাঠে বিশ্বের সবাইকেই হারিয়েছে। সুতরাং এখানে জেতা আমাদের জন্য কঠিন হবে, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টাই করব।’

বিপিএলে জিম্বাবুয়ের বেশ কয়েকজন ক্রিকেটার খেলে থাকেন নিয়মিত। যেই কারণে কন্ডিশন সম্পর্কে জিম্বাবুয়ের ক্রিকেটাররা বেশ অবগত। এছাড়া সাকিব-তামিমের না থাকায় কিছুটা হলেও শক্তি কমেছে বাংলাদেশ দলে। সবকিছু মিলিয়েই বাংলাদেশের বিপক্ষে তাই আত্মবিশ্বাস পাচ্ছে জিম্বাবুয়ে।  জার্ভিসও বললেন তেমনটা, ‘আমাদের ৪/৫ জন বিপিএলে এই পরিবেশে প্রতি বছরই খেলে। এটা কন্ডিশনের ব্যাপারে জানতে আমাদের সাহায্য করবে। তাছাড়া সাকিব-তামিমের মতো দুইজন বড় মাপের খেলোয়াড় বাংলাদেশ দলে নেই। এটাও আমাদের জন্য বাড়তি সুযোগ। তারা দু’জন খুবই ভালো খেলোয়াড়। সাকিব বিশ্বের অন্যতম সেরা। তাই আমরা কিছুটা হলেও স্বস্তিতে আছি।’

ইনজুরির কারণে দলের সঙ্গে নেই গ্রায়েম ক্রেমার। তার না থাকাটা দলের জন্য বড় ক্ষতি হলেও তরুণদের নিয়ে আশার কথা শোনালেন জার্ভিস, ‘ক্রেমার না থাকাটা বড় ক্ষতি। ও খুব ভালো একজন লেগস্পিনার। তবে আমরা তরুণ এক স্পিনার ব্রেন্ডন মাভুতাকে পেয়েছি। শন উইলিয়ামাস, সিকান্দার রাজা, ওয়েলিংটন মাসাকাদজাও স্পিনের জন্য খুব ভালো।‘