X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪, ১২:৩৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১২:৩৯

ব্রাজিলের ক্রুজেইরোতে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। ক্লাবটি যখন ঋণে জর্জরিত তাদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন তিনিই। কিনে নিয়েছিলেন ৯০ শতাংশ শেয়ার। কিন্তু তিন বছর যেতে না যেতেই সব শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

৪৭ বছর বয়সী রোনালদো নিজের তারা স্পোর্টস ব্রাজিল কোম্পানির মাধ্যমে বিপিডাব্লিউ স্পোর্টস কোম্পানির কাছে ৯০ শতাংশ শেয়ার বিক্রিতে সম্মত হয়েছেন। বিপিডাব্লিউ সেজন্য কত টাকা দিচ্ছে তার বিস্তারিত জানা যায়নি। 

২০২১ সালে ব্রাজিলের সিরি ‘এ’র ক্লাবটি ১৯৫ মিলিয়ন ডলার ঋণে জর্জরিত ছিল। তখনই সাবেক ক্লাবকে উদ্ধারে এগিয়ে আসেন বার্সেলোনা, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদে খেলা এই ফরোয়ার্ড। তার প্রচেষ্টায় ক্লাবটি ঘুরেও দাঁড়াতে থাকে। তিন মৌসুম সিরি বি-তে থাকার পর শীর্ষ লিগে ফেরে ক্লাবটি। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু বাজে ফলাফল সমালোচনার মুখে ফেলে রোনালদোকে। অনেকে তার বিদায়েরও জোর দাবি জানান।    

শেয়ার বিক্রি করে দিলেও ১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদো ক্রু্জেইরোর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন। সেটা সম্ভব হবে ব্রাজিলের অর্থনৈতিক প্রতিরক্ষা সংক্রান্ত প্রশাসনিক কাউন্সিলের চুক্তির অনুমোদনের পর। 

১৯৯৩ সালে ১৬ বছর বয়সে এই ক্রুজেইরোর হয়েই পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল রোনালদোর। সংবাদ মাধ্যমকে শেয়ার বিক্রির খবর জানাতে গিয়ে নিজের অনুভূতি নিয়ে বলেছেন, ‘মিশ্র প্রতিক্রিয়া আমাকে জর্জরিত করছে। তবে সব ছাপিয়ে অনুভূতিটা হলো পরিপূর্ণতার। ক্লাবটিকে যখন কিনেছিলাম, তখনকার চ্যালেঞ্জের কথা ভুলে যাওয়া অসম্ভব। তবে সবগুলোই আমরা উতরে যেতে পেরেছি। তবে এটা বলতে পারছি নিজের দায়িত্বটা ঠিকমতো করতে পেরেছি।’

এখন স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দল রিয়াল ভায়াদোলিদের ৫১ শেয়ার বিক্রির কথা ভাবছেন। সেই ব্যাপারে ইঙ্গিতও দিয়েছেন, ‘এখন আমার পরবর্তী লক্ষ্য ভায়াদোলিদ।’

/এফআইআর/     
সম্পর্কিত
ব্রাজিলের কোপা আমেরিকা দল থেকে ছিটকে গেলেন এডেরসন 
বিশ্বকাপ ফিরছে ব্রাজিলে
৫৮ বছর বয়সে আবার পেশাদার ফুটবলে রোমারিও 
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনেও জনগণের সায় নেই: মির্জা ফখরুল
উপজেলা নির্বাচনেও জনগণের সায় নেই: মির্জা ফখরুল
লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সে-তাসকিন
লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সে-তাসকিন
রামগঞ্জে ভোটকেন্দ্র দখলের চেষ্টার ঘটনায় ৫ জন আটক
রামগঞ্জে ভোটকেন্দ্র দখলের চেষ্টার ঘটনায় ৫ জন আটক
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা
সর্বাধিক পঠিত
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
ছুটি ছাড়াই ২৩ মাস কর্মস্থলে আসেননি সরকারি এই কর্মচারী
ছুটি ছাড়াই ২৩ মাস কর্মস্থলে আসেননি সরকারি এই কর্মচারী