ফেডারেশন কাপ ফুটবলের লোগো উন্মোচন

বৃহস্পতিবার উন্মোচিত হয়েছে ফেডারেশন কাপের লোগো।আগামী ২৭ অক্টোবর থেকে ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ফুটবল মৌসুম। বৃহস্পতিবার বাফুফে ভবনে আসরের লোগো উন্মোচিত হয়েছে।

আগের ড্র অনুসারে এবারে ‘সি’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর সঙ্গী হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ‘ডি’ গ্রুপে মোহামেডান খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং দুই নবাগত বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাবের সঙ্গে।

গতবারের রানার্স-আপ চট্টগ্রাম আবাহনীও সহজ গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে আরামবাগ ও রহমতগঞ্জ। ‘বি’ গ্রুপে পড়েছে সাইফ স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও বিজেএমসির। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ খেলবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেমিফাইনাল ও ফাইনাল।

ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে ম্যাচ হবে একটি। ‘এ’ গ্রুপে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে রহমতগঞ্জ। ম্যাচ হবে বিকাল পাঁচটায়।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকদের খেলা দেখার জন্য গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০ টাকা। আর ভিআইপি ৫০ টাকা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ৫ লাখ ও রানার্সআপ ৩ লাখ টাকা করে পাবে। এছাড়া অংশগ্রহণকারী দলগুলো পাবে দুলক্ষ টাকা করে।

এবারের আসরটা ভালোভাবে হবে বলেই আশা বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর। কারণ খেলা হবে দেশজুড়ে সাতটি ভেন্যুতে, ‘আশা করছি এবার ফেডারেশন কাপ ফুটবল ভালোভাবে হবে। জাতীয় নির্বাচনের কারণে লিগে কোন প্রভাব পড়বে না। ক্লাবগুলো সচেতন আছে। সারা দেশের সাত ভেন্যুতে খেলা হবে।’