দিনের শুরুতে তাইজুলের শিকার ২ উইকেট

281791

সিলেটে ১২ ওভার পর দ্বিতীয় দিনের প্রথম সাফল্য পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন পিজে মুর ও রেগিস চাকাভা মিলে প্রতিরোধ দিচ্ছিলেন বড় সংগ্রহ পেতে। ১০৩তম ওভারে তাইজুলের বলেই অবশেষে ধরা দেন রেগিস চাকাভা। শর্ট লেগে ক্যাচ তুলে দেন নাজমুলের হাতে। ২৮ রানে ফিরে যান সাজঘরে।

নতুন নামা ওয়েলিংটন মাসাকাদজাকেও বেশিক্ষণ থিতু হতে দেননি তাইজুল। ২৮ বল খেলা ওয়েলিংটনকে ৪ রানেই গ্লাভসবন্দী করান। তবে অপর প্রান্ত আগলে রয়েছেন পিজে মুর। দৃঢ় চেতা ব্যাটিংয়ের উদাহরণ হয়ে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। ব্যাট করছেন ৫৬ রানে।চার মেরে তাইজুলের ওভারে চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুর। দিনের শুরুতে তার ও চাকাভার জুটিটি ছিলো ৩৫ রানের।

আগের দিন তাইজুল নেন দুই উইকেট। জিম্বাবুয়ে দিন শেষ করে ৫ উইকেটে ২৩৬ রানে।