নক আউট নিশ্চিত হওয়ায় সন্তুষ্ট বার্সা কোচ

বার্সা কোচ ভালভারদেচ্যাম্পিয়নস লিগে মাউরো ইকার্দির শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত হয়েছে বার্সেলোনা। তাতে ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে কাতালান জায়ান্টরা। ড্র করেও নক আউট পর্ব নিশ্চিত হয়েছে স্প্যানিশ ক্লাবটির।  ড্র করে তাই তৃপ্তি ঝরেছে বার্সা কোচ এরনেস্তো ভালভারদের কণ্ঠ থেকে, ‘সব কিছু করার চেষ্টা করেছি। তবে আমরা পরের পর্বে যেতে পারায় সন্তুষ্ট।’

৮৩ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ম্যালকম। আর শেষ দিকে ৮৭ মিনিটে গোল করে তাদের জয় বঞ্চিত করেন ইন্টার তারকা মাউরো ইকার্দি। প্রতিপক্ষের এমন প্রতিআক্রমণ থেকে সমতা ফেরানোতে তাদের প্রশংসা করেছেন বার্সা কোচ, ‘আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। ইন্টারের যেই মান তারা ভালো করেই জানে পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়। ওরা এভাবে শেষ মুহূর্তে অনেক ম্যাচেই পয়েন্ট আদায় করে নিয়েছে।’

দলের সঙ্গে লিওনেল মেসি থাকলেও তাকে খেলানো হয়নি এই ম্যাচে। তার কারণটা স্পষ্ট করে দিয়েছেন বার্সা কোচ, ‘লিওকে নিয়ে আমরা কোনও ঝুঁকি নিতে চাই না।’