লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে ৪৩ রান!

জো কার্টারএতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে লজ্জার রেকর্ডে সঙ্গী ছিলো বাংলাদেশের আলাউদ্দীন বাবুর নাম। ঢাকা প্রিমিয়ার লিগে ২০১৩ সালে তার এক ওভারে ৩৯ রান তুলে এখনও জ্বলজ্বলে জিম্বাবুয়ের মারকুটে ব্যাটসম্যান এলটন চিগুম্বুরার নাম। এবার সেই রেকর্ডকেও পেছনে ফেললেন নিউজিল্যান্ডের জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন। নর্দার্ন ডিস্ট্রিক্টের হয়ে এই জুটি এক ওভারে তুলেছেন ৪৩ রান!

বুধবার এই জুটির এমন বিধ্বংসী ব্যাটিংয়ে নতুন করে লিখতে হচ্ছে লিস্ট ‘এ’ ক্রিকেটের পাতা। ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে এমন ব্যয়বহুল ওভারটি করেন উইলেম লাডিক। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার এক ওভারে আসা ৪৩ রানই এখন বিশ্বরেকর্ড।

পূর্বের রেকর্ডে চিগুম্বুরা একাই হাঁকান ৪টি ছয় ও তিনটি চার। নো বলের কারণে ওভারটিতে বল হয় সাতটি। আর হ্যামিল্টনের রেকর্ডে সঙ্গী ছিলেন দুজন। শুরুতে হ্যাম্পটন চার মেরে শুরু করেন। এমন শুরুর পর হাই নো দিয়ে নিজেরই বিপদ ডাকেন লাডিক। পর পর দুই হাই নো থেকে আসে আরও দুটি ছয়।

এরপর আরেকটি ছয় মেরে নেন সিঙ্গেল। তাতে কার্টার স্ট্রাইক পেয়ে শেষ তিন বলে লেখেন বাকি ইতিহাস- তিনটি ছয়। তাতেই রেকর্ড বইয়ে জায়গা করে নেয় লাডিকের এই ওভার। ওভারের অবস্থা ছিলো এমন- ৪, ৬ (নো), ৬ (নো),৬,১,৬,৬,৬।

এই জুটি ব্যাটিং শুরু করে যখন দলের স্কোর ছিলো ৫ উইকেটে ৯৫ রান। ষষ্ঠ উইকেটে ১৭৮ রান যোগ করলে শেষ পর্যন্ত দলের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩১৩ রান। কার্টার সেঞ্চুরি করলেও ৯৫ রানে ফেরেন হ্যাম্পটন। জবাবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ৯ উইকেটে করে ২৮৮ রান।