রোশেন সিলভার ব্যাটে শ্রীলঙ্কার ৪৬ রানের লিড

রোশেন সিলভা শট খেলার মুহূর্তেপাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংস শেষে ৪৬ রানের লিড পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে ২৯০ রানে গুটিয়ে দেওয়ার পর রোশেন সিলভার দায়িত্বশীল ব্যাটিংই দ্বিতীয় দিন প্রভাবক হয়ে দাঁড়িয়েছে লঙ্কানদের। জবাবে এক ওভার খেলে বিনা উইকেটে কোনও রান না করে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা।

ওপেনার দিমুথ করুনারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভার দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরুতে বিপর্যয়টা টের পাওয়া যায়নি। দুজনের হাফসেঞ্চুরিতে শুরুর দিকের রসদ জমা হয়ে গিয়েছিলো। তবে ব্যক্তিগত ৫৯ রানে ডি সিলভা ও ৬৩ রানে করুনারত্নে সাজঘরে ফিরে গেলে বিপদের মুখে পড়ে যায় লঙ্কানদের ইনিংস। রোশেন যখন ক্রিজে নামেন ততক্ষণে ৬ উইকেট পড়ে গেছে লঙ্কানদের। তখন তারা পিছিয়ে ছিলো ১২০ রানে।

ঠিক এই সময়ে লেজের দিকের ছোট ছোট জুটি গড়ে লঙ্কানদের উদ্ধার করেন রোশেন। তিনটি গুরুত্বপূর্ণ জুটিতে রান আসে ১২৫।

বাকিরা থিতু হতে না পারলেও টিকে থাকার চেষ্টায় ছিলেন শেষ পর্যন্ত। শেষ দিকে ১৭৪ বলে ৮৫ রানের ধীরচেতা এই ইনিংস থামিয়ে দেন আদিল রশিদ। দলীয় ৩৩৬ রানে তাকে ফেরালে প্রথম ইনিংস শেষ হয় স্বাগতিকদের প্রথম ইনিংস।   

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন দুই স্পিনার আদিল রশিদ ও জ্যাক লিচ। দুটি নেন আরেক স্পিনার মঈন আলী। একটি নেন জো রুট।