ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে নেই আকিলা

আকিলা ধনঞ্জয়া।ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ হারের সঙ্গে আরেকটি দুঃসংবাদ শুনতে হলো শ্রীলঙ্কাকে। অবৈধ বোলিং অ্যাকশনে রিপোর্টেড হওয়ায় শেষ টেস্টে থাকা হচ্ছে না লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ার। অ্যাকশনের পরীক্ষা করাতে ব্রিসবেনে উড়াল দিচ্ছেন লঙ্কান এই স্পিনার।

সিরিজের শুরুতে গলেই রিপোর্টেড হন আকিলা ধনঞ্জয়া। নিয়ম অনুযায়ী ১৪ দিনের মধ্যে এই টেস্ট করাতে হয়। এছাড়া পরীক্ষার ফল আসার আগ পর্যন্ত বোলিং করতে বিধি নিষেধ না থাকায় দ্বিতীয় টেস্টেও বোলিং করে গেছেন। এ সময় ক্যারিয়ার সেরা বোলিং ফিগারও গড়েন দ্বিতীয় ইনিংসে। ১১৫ রানে নেন ৬ উইকেট।

তার না থাকা নিয়ে শ্রীলঙ্কান হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানান, ‘দুর্ভাগ্য যে আকিলা থাকছে না। কারণ ১৪ দিনের মাথায় পরীক্ষা করাতে হয়। সে ব্রিসবেনে যাচ্ছে ২০ তারিখের দিকে। সেখানে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হবে ২৩ নভেম্বর। তাই তৃতীয় টেস্টে তার থাকা হচ্ছে না।’

তিন ম্যাচের সিরিজ ইতোমধ্যে ২-০ তে নিশ্চিত করেছে ইংল্যান্ড। ২৩ নভেম্বর কলম্বোতে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।