নেইমারদের প্রশংসায় পিএসজি কোচ

পিএসজি কোচ থমাস টুখেল। চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে উঠা নিয়ে শঙ্কায় ছিলো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। কিন্তু কাভানি, নেইমার ও এমবাপেদের দারুণ পারফরম্যান্সে শেষ ষোলো নিশ্চিত হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের। শিষ্যদের এমন কীর্তিতে রোমাঞ্চিত পিএসজি কোচ থমাস টুখেল।

রেড স্টার বেলগ্রেডকে ৪-১ গোলে হারিয়ে দলের উজ্জীবিত মনোভাবের প্রশংসা করলেন টুখেল, ‘এরাই লিভারপুলের বিপক্ষে খেলেছিলো। বিষয়টা আসলে মনোভাব। এখানে জেতাটা কঠিন একটি কাজ, ছেলেরা এখানে চমৎকারভাবে খেলেছে।’

ঘরের মাঠে এই আসরে প্রতিপক্ষকে একটিও গোল করতে দেয়নি রেড স্টার। এই অপ্রতিরোধ্য দুর্গ ভেঙে ৯ মিনিটে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন এদিনসন কাভানি। বিরতিতে যাওয়ার আগে স্কোর ২-০ করেন নেইমার। বিরতির পর ৫৬ মিনিটে গোবেলিচ এক গোল শোধ দিয়েছিলেন। কিন্তু ৭৪ মিনিটে স্কোর ৩-১ করেন মারকুইনহোস। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে এমবাপে পিএসজির চতুর্থ গোলটি করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এমন পারফরম্যান্সের পর সবাইকে অভিনন্দন জানান টুখেল, ‘আমরা এখন শেষ ষোলোতে। সব খেলোয়াড় ও স্টাফদের অভিনন্দন জানাই। কারণ এই গ্রুপটা বেশ কঠিন ছিলো। যারা খুব মানসম্পন্ন ছিলো। লিভারপুলের সঙ্গে প্রথম ম্যাচের পর বিষয়টি আরও কঠিন হয়ে দাঁড়ায়। এই দল দেখিয়েছে তারা এক সঙ্গে খেলতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘গোল পাওয়ার পর আমাদের উদযাপন নিয়ে সন্তুষ্ট। আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছি। অনেক ঝুঁকি নিয়ে খেলেছি।’