ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাশরাফি

মাশরাফির সঙ্গে তামিম।বলা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটি দেশের মাটিতে মাশরাফির শেষ ম্যাচ। এমন শোনা গেলেও মাশরাফি সরাসরি এ নিয়ে আবারও কিছু বলতে চাইলেন না।

শুক্রবারের ম্যাচেও দুর্দান্ত খেলেছেন। নির্বাচনের ভাবনা মাথায় নিয়ে এভাবে পারফর্ম করতে পারলে ভবিষ্যতেও খেলা চালিয়ে যাওয়া সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে মাশরাফি দিলেন কূটনৈতিক উত্তর, ‘এই প্রশ্নের জন্যই সিরিজের আগে প্রেস কনফারেন্স করেছিলাম। খেলার ভেতর এমন প্রশ্ন আশা করিনি। তবু বলছি, ২০১১ থেকে প্রতি ম্যাচ খেলার সময়ই আমার মনে হয় এটাই হয়তো আমার শেষ ম্যাচ। সত্যি কথা বলতে শেষ ম্যাচ এমনটা ভাবিনি। কারণ সামনে আরও চ্যালেঞ্জ আছে। সেসব নেওয়ার জন্য আরও প্রস্তুত হতে চাই। বিশ্বকাপের পর কী করব, সেটা বিশ্বকাপের শেষ ম্যাচ খেলার পর ঠিক করব।’

মাশরাফির নির্বাচনের খবরের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফির ওয়ানডে সিরিজ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সিরিজ শুরুর আগে সেই সংশয় মাশরাফি নিজেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে দূর করেছেন। এমন পরিস্থিতিতে বাইরের লোকের কথায় কান না দিয়ে নিজের কাজটা মনোযোগ দিয়ে করেছেন।

সিরিজ শুরু হওয়ার আগে আলোচনা ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ফোকাস দূরে চলে যেতে পারে বাংলাদেশ দলের। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে মাশরাফি ২-১ ব্যবধানে সিরিজ জিতলেন। সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মাশরাফি জানালেন, ‘এসবে কান দিলে তো খেলা যায় না। আমি প্রস্তুতি নিচ্ছিলাম, নিজের মতো চেষ্টা করেছি। কারও কথার নিয়ন্ত্রণ তো আপনার হাতে নেই। আমি আমার কাজেই লক্ষ্য রাখার চেষ্টা করেছি।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পুরো মনোযোগ রেখেছেন উল্লেখ করে মাশরাফি বলেছেন, ‘প্রত্যেক ক্রিকেটারের আলাদা পরিকল্পনা থাকে। আমারও ছিল। আমি সবসময়ই বিশ্বাস করি মানুষের জীবনে যা ঘটে, সেটা কারও নিয়ন্ত্রণে থাকে না। যেটি ঘটার, সেটি ঘটবেই। জন্মের পর থেকে সবই লিখিত থাকে। টুর্নামেন্ট শুরুর আগে আমার যা পরিকল্পনা ছিল, আমি সেখানেই ছিলাম। আজকের পর হয়তো অন্যকিছু চিন্তা করতে পারি। তবে আজকে পর্যন্ত পুরো মনোযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে ঘিরে। আগে এটি শেষ করে অন্য কাজ করব।’

সিলেট ভেন্যুর প্রথম জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মাশরাফি বলেন, ‘দারুণমাঠ এটি। একসময় না একসময় জয় আসতোই। আজকে হওয়ায় ভালো হলো। ইনশাল্লাহ এটা চলতে থাকবে।’