জয় নিয়ে বছর শেষ করায় আনন্দিত সোলারি

রিয়াল মাদ্রিদ কোচ সোলারি।এই মৌসুমে নিজেদের ছায়া হয়ে থেকেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে গত সপ্তাহে সিএসকেএ মস্কোর কাছে হারের পর লা লিগায় জয় দিয়ে বছর শেষ করতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়ে তাই স্বস্তিতে রয়েছেন রিয়াল কোচ সোলারি। ম্যাচের পর সেই স্বস্তি ফুটে উঠে তার কথাতে, ‘আমি সন্তুষ্ট। প্রথমার্ধে ছেলেরা যেভাবে খেলেছে তা ভালো পারফরম্যান্স ছিলো।’

রিয়াল মাদ্রিদের সার্বিক মূল্যায়ন নিয়ে তার মন্তব্য, ‘আমরা বল দখলে আধিপত্য দেখিয়েছি। বেশির ভাগ সময়ই জায়গা ধরে খেলেছি। তাই আরও বড় ব্যবধানে জিততে পারতাম। তবে এটাই ফুটবল।’

মাঝের বড় দিনের বিরতির পর জানুয়ারির আগে বার্নাব্যুতে নেই রিয়ালের কোনও ম্যাচ। লা লিগায় বছরের শেষটায় স্বাগতিকদের জয় উপহার দিতে পেরে খুশি সোলারি, ‘ভক্তরা যেভাবে আমাদের প্রতি সমর্থন জানিয়েছে সেটা খুব ভালো লেগেছে। পুরো ম্যাচেই তারা আমাদের পাশে ছিলো। তাদের এমন সমর্থনে আনন্দিত। আমরাও তাদের পাশে চাই। আর সেজন্যই আমাদের খেলা দিয়ে তাদের উদযাপনের উপলক্ষ এনে দিয়েছি।’