‘বাংলাদেশ শুধু ৫ জনের ওপর নির্ভরশীল নয়’

3-5গত কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমে পঞ্চপাণ্ডব নিয়ে আলোচনা। সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-মাহমুদউল্লাহ এই পঞ্চপাণ্ডবের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই বাংলাদেশের বেশিরভাগ সাফল্য আসছে। তবে কিছুদিন ধরে জুনিয়র ক্রিকেটারদের অবদানও বাড়ছে। স্টিভ রোডস তাই মনে করছেন। এই মুহূর্তে বাংলাদেশ দল কেবল সিনিয়র ৫ ক্রিকেটারদের ওপরই নির্ভরশীল নয়।

মেহেদী-সৌম্য-লিটন-মোস্তাফিজদের পারফরম্যান্স স্টিভ রোডসের মনে ধরেছে। তাই স্টিভ রোডস মনে করেন, ‘সবাই যেভাবে পারফরম্যান্স করছে এটা দারুণ ব্যাপার। সবাই বিগ ফাইভ নিয়ে আলোচনা করতে বেশি আগ্রহী। আমি তাদের শ্রদ্ধা করি। আমি মনে করি তারা অসাধারণ খেলোয়াড়। তারা ধীরে ধীরে একটি প্রসেসের মধ্য দিয়ে বিগ ফাইভ হয়েছে। তাদের অবদান থাকলেও তরুণ ক্রিকেটাররা সাহায্য করছে। আমি মনে করি বাংলাদেশ শুধু ৫ ক্রিকেটারের ওপর নির্ভর করে না।’

পঞ্চপাণ্ডবের সঙ্গে খেলতে খেলতে মোস্তাফিজ-মিরাজরাও নিজেদের তৈরি করছেন। সবাইকে বিষয়টি উপলব্ধি করার অনুরোধ করলেন প্রধান কোচ, ‘আপনারা খেয়াল করলে দেখবেন মিরাজ এই বছর সব ফরম্যাটেই অসাধারণ ক্রিকেট খেলেছে। এই তরুণ একসঙ্গে বোলার, ব্যাটসম্যান এবং ভালো একজন ফিল্ডারও বটে। লিটন বিপজ্জনক ব্যাটসম্যান, এশিয়া কাপের ফাইনালে দারুণ ইনিংস খেলেছিল। সৌম্য শেষ ম্যাচে তো নিজেকে নতুন করে চেনালেন। ফিজের (মোস্তাফিজ) কথা কেউ বলে না। বিশ্বের সেরা ডেথ বোলারদের একজন সে।’

স্টিভ রোডস মনে করেন দলের ১১ জনই গুরুত্বপূর্ণ ক্রিকেটার, ‘আমি বলতে চাই ১১ জনই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা মিলেই একটা দল। এতে তরুণ ও সিনিয়র, সব ক্রিকেটারের ওপর থেকে চাপও সরে যাবে। আমরা ৫ জন নই, আমরা ১১ কিংবা ১৫-২০ জন।’