মুম্বাইয়ে দাবাড়ু বাবা-ছেলের শুভসূচনা

বাবা (গ্র্যান্ড মাস্টার জিয়া) ও ছেলে (তাহসিন তাজওয়ার জিয়া)।বাংলাদেশের দাবায় আলোকিত একটি নাম দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। বাবাকে অনুসরণ করে একই পথে আছেন ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। ভারতের মুম্বাইয়ে আন্তর্জাতিক দাবায় শুভসূচনা করেছেন দুজনেই।

চতুর্থ মুম্বাই আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবায় প্রথম রাউন্ডে জিতেছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। প্রথম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়া স্বাগতিক ভারতের পাড়কে সোহাসকে হারিয়েছেন।এছাড়া ফিদে মাস্টার ফাহাদও জয় পেয়েছেন। ভারতের ভেটসাল সিঙ্গহানিয়ানের বিপক্ষে জিতেছেন।

গ্র্যান্ড মাস্টারস ইভেন্টে ২০টি দেশের ১৯ জন গ্র্যান্ড মাস্টার,২ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২৬ জন আন্তর্জাতিক মাস্টার,৭ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

অপর দিকে আন্তর্জাতিক জুনিয়র দাবা প্রতিযোগিতায় গোল্ডেন স্পোর্টিং ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করছেন জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার। দ্বিতীয় রাউন্ডে তাহসিন ভারতের সোওয়ারা লক্ষী নায়ারকে, খুশবু ভারতের কুলকার্নি আনুজকে হারিয়েছেন।

প্রতিযোগিতায় তাহসিন টানা দুই ম্যাচ জিতে পূর্ণ ২ পয়েন্ট, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ারসিয়া খুশবু এক পয়েন্ট, সৈয়দ রিদওয়ান ও মারজুক চৌধুরী আধা পয়েন্ট অর্জন করেছেন।

জুনিয়র দাবায় ৮ টি দেশের একজন আন্তর্জাতিক মাস্টার, একজন মহিলা আন্তর্জাতিক মাস্টার ও দুই জন ফিদে মাস্টারসহ ২৩৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।