জয় দিয়ে বছর শুরু বার্সার

 

মেসি-সুয়ারেসের গোলে বার্সার জয়।লা লিগায় নতুন বছর জয় দিয়ে শুরু করলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গেতাফেকে তারা হারিয়েছে ২-১ গোলে। এই জয়ে শীর্ষে থেকে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে রাখলো ভালভারদের শিষ্যরা।

পয়েন্ট টেবিলে বার্সাকে চোখ রাঙানো অ্যাতলেতিকো মাদ্রিদ আর সেভিয়া ড্রয়ের মুখ দেখায় মেসি-সুয়ারেসরা কেমন করে তা নিয়ে এক প্রকার আলোচনা ছিলো। আহামরি পারফর্ম করতে না পারলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। অপর দিকে গেতাফে বার্সাকে রুখে দেওয়ার চেষ্টা করেও সফল হতে পারেনি।

খেলার ২০ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে শুরু জায়ান্টদের। এই গোল করে লা লিগায় ৩৯৯ গোল পূরণ করলেন আর্জেন্টাইন তারকা। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান সুয়ারেস।

মৌসুমে মন্থর গতির শুরুতে প্রতিপক্ষ সুযোগ পায় বার্সার জাল কাঁপাতে। ৪৩ মিনিটে হেইমে মাতার গোলে স্কোর লাইন দাঁড়ায় ২-১।

বিরতির পর একেবারে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিলো গেতাফে। মলিনা সেই সুযোগটি হাতছাড়া করলে ফেরার আর সুযোগ পায়নি তারা। বদলি এই খেলোয়াড় বার্সা গোলকিপার আন্দ্রে টের স্টেগেনকে পরাস্ত করলেও শট অদ্ভূতভাবে ছিলো লক্ষ্যের বাইরে। বার্সাও ব্যবধান বাড়ানোর সুযোগগুলো হারিয়েছে বেশ কয়েকবার। মেসি ও জেরার্দ পিকে শট নিলেও তা রুখে দেন প্রতিপক্ষ গোলকিপার সোরিয়া।  

এই জয়ে ১৮ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সা। অ্যাতলেতিকো মাদ্রিদ ১-১ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় সেভিয়া।