ভবিষ্যৎ প্রসঙ্গ এড়িয়ে গেলেন সোলারি

সান্তিয়াগো সোলারি।নতুন বছরেও বিবর্ণ দশায় রয়েছে রিয়াল মাদ্রিদ। বার বার খেই হারানো দলটা লা লিগায় নিজেদের মাঠে অবিশ্বাস্য হার দেখেছে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। ২-০ গোলে হারায় নতুন কোচ সোলারির ভবিষ্যৎ নিয়েও উঠে গেছে প্রশ্ন। হারের পর এমন প্রশ্ন করা হলে তার কোনও উত্তর দেননি রিয়াল মাদ্রিদ কোচ।

যখন প্রশ্ন করা হলো এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করছেন কিনা তখন সেই উত্তর না দিয়ে ভিন্ন প্রসঙ্গে চলে যান আর্জেন্টাইন এই কোচ, ‘পরের খেলায় আমরা জেতার জন্যে লড়বো।’

এমন প্রশ্ন আসাটা অস্বাভাবিক নয় সোলারির জন্য। নতুন কোচ হলেও এই মুহূর্তে বাজে অবস্থানে আছে তারা। ১৮ খেলায় পয়েন্ট ৩০। আগের বেহাল দশায় চাকরি হারিয়েছেন লোপেতেগি।  পয়েন্ট টেবিলে ২০০৫-০৬ মৌসুম পর এমন বাজে অবস্থানে তারা।

দুই মাসেরও বেশি সময় পর একই প্রসঙ্গে তার থাকা নিয়ে প্রশ্ন উঠায় সোলারিও যেন এ নিয়ে বিব্রত। তাই সদুত্তর দিতে পারেননি প্রশ্নের। উল্টো দলের জয়ের মানসিকতা নিয়ে করা প্রশ্নের সমালোচনা করেন তিনি, ‘আমরা সব সময় জেতার জন্যে লড়ি। কখনোই প্রতিযোগিতাকে খাটো করে দেখি না। এমনকি কাউকেই খাটো করে দেখি না। তারাই এমন করার অভিলাষ করে যারা নাকি কখনও প্রতিদ্বন্দ্বী হয় না। তাই আপনারা কখনও জয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। আমরা সমস্যার পরেও নিজেদের স্বরূপ দেখিয়েছি।’