টানা দ্বিতীয়বার আফ্রিকার বর্ষসেরা সালাহ

টানা দ্বিতীয়বার আফ্রিকার বর্ষসেরা হলেন সালাহ।টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন মিশরের মোহাম্মদ সালাহ। ২০১৮ সালে তার দারুণ পারফরম্যান্সই এমন স্বীকৃতি পেতে ভূমিকা রেখেছে।

২৬ বছর বয়সী সালাহ এই পুরস্কার অর্জনে পেছনে ফেলেন তার লিভারপুল সতীর্থ সেনেগালের সাদিও মানে, আর্সেনাল ও গ্যাবোন স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবেমেয়াংকে।

মঙ্গলবার সেনেগালে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার হাতে তুলে দেওয়া হয় সালাহর হাতে। দ্বিতীয়বার এই পুরস্কার পেয়ে সালাহও উচ্ছ্বসিত। জানালেন ছোটবেলা থেকে এমন সম্মননা পেতে মুখিয়ে ছিলেন, ‘শৈশব থেকে এমন পুরস্কার পাওয়ার জন্য স্বপ্ন দেখতাম। আর এই অর্জনটাই আমি টানা দ্বিতীয়বার করে দেখালাম।’

২০১৭-১৮ মৌসুমটা দুর্দান্ত গেছে সালাহর। লিভারপুলের হয়ে করেছেন ৪৪ গোল। শুধু তাই নয় তার আগুনে ফর্মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পৌঁছে যায় তারা। এরপর চোট জর্জর হয়ে বেশ কিছুদিন বাইরে ছিলেন। রাশিয়া বিশ্বকাপে মিশরের হয়ে করেছেন দুই গোল। এই মৌসুমেও আছেন দুরন্ত গতিতে। ২৯ খেলায় করেছেন ১৬ গোল।