উন্নত প্রশিক্ষণে ভারত যাচ্ছে কুস্তি দল

 

বাছাইকৃত কুস্তিগীররা প্রশিক্ষণ পাবেন ভারতে। দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ নিতে ভারতের হরিয়ানায় যাচ্ছে কুস্তি দল। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এক বছরের জন্য সেখানে প্রশিক্ষণ নেবেন ১০ কুস্তিগীর।

সদ্য সমাপ্ত জাতীয় কুস্তি প্রতিযোগিতা থেকে বাছাই করে সেরা ১০ জনকে পাঠানো হচ্ছে হরিয়ানাতে। এরমধ্যে নারী কুস্তিগীর আছেন তিন জন। সেখানে তিনমাস করে চার ধাপে হবে প্রশিক্ষণ। ভারতীয় কুস্তি ফেডারেশনের সহায়তায় এমন সুযোগ পাচ্ছে বাংলাদেশের কুস্তিগীররা।

কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এমন সুযোগের কথা, ‘এমনিতেই কুস্তিগীররা উন্নত প্রশিক্ষণ সেভাবে পায় না। এবার আমরা বাছাই করে কুস্তিগীরদের উন্নত প্রশিক্ষণের জন্য ভারতে পাঠাচ্ছি। সেখানে এক বছর মেয়াদী অনুশীলন হবে। আমাদের চাওয়া হলো এই কুস্তিগীররা যেন উন্নত প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল করতে পারে।’