কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিলেন থিসারা পেরেরা

ঢাকা পৌঁছেছেন থিসারা। নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় বিপিএলের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি থিসারা পেরেরা। গত ১১ জানুয়ারি সিরিজ শেষ হতেই, দুই দিনের ব্যবধানে রবিবার ঢাকায় এসে পৌঁছেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লঙ্কান এই পেসার। কুমিল্লার টিম ম্যানেজমেন্ট থিসারার দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে।

গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা এই পেসারকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ড্রাফট থেকে তুলে নেয় এবার। গত বছর রংপুরকে ব্যাট ও বল হাতে দারুণ সেবা দিয়েছেন। এবার তার সার্ভিস পেতে অপেক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এমনিতেই শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা। থিসারার অন্তর্ভুক্তিতে পেস বোলিংয়ে শক্তি বাড়বে সাবেক চ্যাম্পিয়নদের।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আগে পেরেরা বরিশাল বুলস ও রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতিয়েছেন। সবমিলিয়ে ৩১ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ৩৬। শুধু বোলিংয়েই নয়, ব্যাট হাতে বিপিএলে পেরেরার পারফরম্যান্সও উজ্জ্বল। ১২৯.৮৭ স্ট্রাইকরেটে ২০.৬৫ গড়ে ৪১৩ রান করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।