রংপুরকে ১৮২ রানের লক্ষ্য দিলো খুলনা

_B9I9063বিপিএলে ৭ ম্যাচ খেলে ফেলেছে খুলনা টাইটানস। তাদের জয় মাত্র একটিতে। সেরা চারে যেতে অসম্ভব চ্যালেঞ্জ পার হওয়ার লড়াইয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে ১৮১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে মাহমুদউল্লাহরা।

ঢাকায় এই রংপুরের কাছেই উদ্বোধনী ম্যাচে জয়ের সম্ভবনা তৈরি করেছিলো খুলনা। তারকা ভরা রংপুরের কাছে শেষ পর্যন্ত হারতে হয়েছে ৮ রানে। ফিরতি ম্যাচে প্রতিশোধ নেওয়ার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নামলেও ভালো সংগ্রহ পেয়েছে তারা।

তবে প্রথম ওভারেই আল আমিনকে রংপুর অধিনায়ক মাশরাফি বিদায় দিয়ে খুলনাকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন। উল্টো আগ্রাসী হওয়ার চেষ্টা করেন জুনায়েদ সিদ্দিক। তাকে ১৩ রানে বিদায় দেন ফরহাদ রেজা। পরে নামা জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর চাহিদা অনুযায়ী স্কোর বোর্ডে রান তুলেছেন। নাজুমল হোসেন শান্তও সঙ্গী ছিলেন।

আক্রমণাত্মক হয়ে ওঠার আগে ২০ বলে ৩২ রান করে ফেলা টেলরকে বিদায় দেন গেইল। এর পরেও রানের চাকা সচল ছিলো খুলনার। দলের পুঁজি সমৃদ্ধ করার ভার নেন শান্ত ও মাহমুদউল্লাহ মিলে। এই জুটিকেও খুব বেশি আগ্রাসী হতে দেয়নি রংপুর। ৩৫ বলে ৪৮ রান করে ফেলা শান্ত ও ২০ বলে ২৯ রান করা মাহমুদউল্লাহকে বিদায় দেন ফরহাদ রেজা। ১৯তম ওভারে ১৫২ রানে ৬ উইকেট পড়লে শেষ দিকে ঝড়ো গতিতে রান তুলে রংপুরের সামনে বড় সংগ্রহ দাঁড় করিয়ে দেন ডেভিড উইজ। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৫ রানে অপরাজিত ছিলেন উইজ। তার ব্যাটেই ৬ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় খুলনা টাইটনস।

রংপুরের পক্ষে ৩২ রানে ৪ উইকেট নেন ফরহাদ রেজা।