মেজাজ হারিয়ে মাহমুদউল্লাহর শাস্তি

মাহমুদউল্লাহ রিয়াদ।দ্বিতীয় ওয়ানডেতে মেজাজ হারিয়ে জরিমানা গুনতে হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদকে। বিধি বহির্ভুত আচরণ করায় তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একই সঙ্গে আচরণ বিধিতে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ক্রাইস্টচার্চে শনিবারের ম্যাচে বাংলাদেশের ইনিংসের সময় আউট হয়ে মাঠের বাইরে যাওয়ার পথেই এক কাণ্ড করে বসেন। রাগে ব্যাট দিয়ে বাউন্ডারির বাইরে থাকা বেড়ায় আঘাত করেন। যা আইসিসির বিধিবহির্ভুত। আইসিসির ২.২ ধারায় স্পষ্ট বলা আছে- ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার বিধি বহির্ভুত।

একই ম্যাচে জরিমানা গুনতে হচ্ছে নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টকেও। ট্রেন্ট বোল্ট বোলিংয়ের সময় দুইবার অশালীন ভাষা ব্যবহার করায় তাকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ। একই সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।  

তারা দুজনেই নতুন প্রচলিত আচরণ বিধি অনুসারে প্রথমবার অভিযুক্ত হলেন। একই সঙ্গে নিজেদের বিরুদ্ধে আনা শাস্তি মেনে নিয়েছেন। ম্যাচটি বাংলাদেশ হারে ৮ উইকেটের বড় ব্যবধানে।