বোলিং অ্যাকশন বৈধ আকিলা ধনাঞ্জয়ার

আকিলা ধনাঞ্জয়া।অবৈধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কান অফস্পিনার আকিলা ধনাঞ্জয়া। নিষিদ্ধ থাকা অবস্থাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে তাকে অন্তর্ভুক্ত করে চমক সৃষ্টি করেছিলো শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট। অবশ্য এমনটি করার পেছনে আগে থেকেই কিছু বিষয়ে অবগত ছিলো তারা। অ্যাকশন পাল্টে আইসিসির বৈধতা মেলাতেই পুনরায় দলে নেওয়া হয়েছে তাকে।

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে রিপোর্টেড হয়েছিলেন ধনাঞ্জয়া। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ থাকায় ডিসেম্বরে নিরপক্ষে টেস্টিং সেন্টারে দেখা যায় তার বোলিং অ্যাকশন আসলে অবৈধ। এরপর থেকেই নিষিদ্ধ ছিলেন। ‍পুনরায় অ্যাকশন নিয়ে কাজ করেন কিছুদিন। চেন্নাইয়ে পুনরায় পরীক্ষাগারে অ্যাকশন বিশ্লেষণের পর দেখা যায় এবার তার অ্যাকশন বৈধ।

এমন খবর আগে থেকে পাওয়াতেই আনুষ্ঠানিক ঘোষণার আগে তাকে দলে রেখে চমক সৃষ্টি করেছিলো শ্রীলঙ্কা।

আনুষ্ঠানিক ঘোষণায় সব পরিষ্কার হওয়াতে তার ফেরায় সীমিত ওভারের ম্যাচে আত্মবিশ্বাস বাড়লো লঙ্কানদের। কারণ সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে লঙ্কানদের হয়ে আক্রমণের অন্যতম অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ২০১৮ সালে ওয়ানডেতে নিয়েছেন ২৮টি উইকেট। টেস্টেও ছিলো ২৭ উইকেট।