ভারতের ওপর অলিম্পিক টুর্নামেন্ট আয়োজনে নিষেধাজ্ঞা

20121204-2-1কাশ্মিরে জঙ্গি হামলার ফলে প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞার পদক্ষেপ নিলেও তার বিপরীত প্রতিক্রিয়া টের পেতে হচ্ছে দেশটিকে। দিল্লিতে শুরু হওয়া শুটিং ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের দুই শুটারকে ভিসা না দেওয়ায় তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

গত বছর ২০২৬ সালের যুব অলিম্পিক আয়োজনসহ ২০৩০ সালের এশিয়ান গেমস আয়োজনের বিস্তর পরিকল্পনা ছিলো ভারতের। কিন্তু অলিম্পিক কমিটি তাদের আয়োজক হওয়ার সব কিছুর ওপরই নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে চলমান অসহযোগিতায়। বলা হয়েছে, পাকিস্তানের দুই শুটারকে চলমান টুর্নামেন্টে অংশ নিতে না দেওয়ায় ভারতের সব আবেদন পত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সম্প্রতি কাশ্মিরে জঙ্গি হামলায় হতাহতের ঘটনার পর পর এমন পদক্ষেপ নেয় ভারত। পাকিস্তানের দুই শুটারকে ভিসা দেয়নি দেশটি।

ভারতে আন্তর্জাতিক শুটিং ফেডারেশন আয়োজন করেছে শুটিং ওয়ার্ল্ড কাপ। যার রয়েছে অলিম্পিক বাছাইয়ের মর্যাদা। ভারত সব প্রতিযোগীর অংশ গ্রহণ নিশ্চিত করতে না পারায় এই টুর্নামেন্টের অলিম্পিক বাছাইয়ের মর্যাদাও কেড়ে নিয়েছে আইওসি।

এমনকি শুটিং ফেডারেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা এই টুর্নামেন্ট ভারতে আয়োজন না করে। ভিসা না পাওয়া ওই দুই শুটারের পুরুষ বিভাগের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তলে অংশ নেওয়ার কথা ছিলো শনিবার।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, ‘যেই পরিস্থিতি দাঁড়িয়েছে তা অলিম্পিক মূল সনদের বিরোধী। ফলে আইওসি ভারতের সঙ্গে সব ধরনের আলোচনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো। যতক্ষণ পর্যন্ত তারা লিখিত আকারে বলবে যে তারা সব প্রতিযোগীর অংশ গ্রহণ নিশ্চিত করতে পারছে।’ -বিবিসি।