সম্প্রচার ইস্যুতে আফগানিস্তানের জিম্বাবুয়ে সফর বাতিল

273705.4বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে জিম্বাবুয়ে সফর করতে চেয়েছিলো আফগানিস্তান। জিম্বাবুয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে না পারলেও তাদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে খেলার ইচ্ছা ছিলো আফগানদের। কিন্তু সিরিজের সম্প্রচার ইস্যুতে বনিবনা না হওয়াতে শেষ পর্যন্ত সিরিজটি বাতিল করেছে আফগানিস্তান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডই (এসিবি), শুরুতে তাদের এই প্রস্তাব দিয়েছিলো। মে মাসে বিশ্বকাপ শুরুর আগে হারারেতে এপ্রিলের ১৮ তারিখ থেকে ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিলো এসিবি। অপর দিকে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থাও খুব বেশি ভালো না হওয়াতে সিরিজের ব্যয় ভাগাভাগি করতে চেয়েছিলো তারা। সব কিছু ঠিক হয়ে থাকলেও বিপত্তি বাঁধে সম্প্রচারের ক্ষেত্রে মাত্র একটি ইস্যুতে।

আফগানিস্তান সিরিজটি টেলিভিশনে সম্প্রচারের পক্ষে ছিলো। কিন্তু খরচের কারণে জিম্বাবুয়ে চাইছিলো লাইভ স্ট্রিম করতে। এই এক ইস্যুতে আপত্তি জানিয়ে তা বাতিল করেছে এসিবি।

এ প্রসঙ্গে জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর গিভমোরে মাকোনি জানান, ‘ওরা টেলিভিশনে সম্প্রচার চেয়েছিলো। কিন্তু আমরা খরচের কারণে স্ট্রিমিংয়ের পক্ষে ছিলাম। আবার যখন সফরের সব কিছু নিশ্চিত হয়েছে, সেই সময়ের সিইওকেও ওরা ছাঁটাই করেছে।’