রোনালদোর প্রশংসায় মেসি

লিওনেল মেসি।আগের দিন রোনালদোর হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জুভেন্টাস। তার জাদুকরী পারফরম্যান্স নির্ঘাত তাতিয়ে দিয়েছিলো মেসিকে। না হলে একদিন পর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আরেকটি মন্ত্রমুগ্ধকর পারফরম্যান্স কীভাবে করলেন বার্সেলোনা তারকা? মেসি যে রোনালদোর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন তা চেপে রাখেননি লিওঁকে হারানোর পর।

রোনালদোয় মুগ্ধ মেসি অবশ্য তার পারফরম্যান্সের প্রশংসাই করলেন প্রতিক্রিয়ায়, ‘ক্রিস্তিয়ানো রোনালদো ও জুভেন্টাস যা করেছে তা ছিলো চিত্তাকর্ষক।’

বোঝাই যাচ্ছে দ্বিতীয় লেগের কঠিন পরীক্ষায় উতরে যেতে অসাধ্য সাধন করেছে জুভেন্টাস। রোনালদোয় ভর করে তারা যে এমনটা করতে পারবে তা অবশ্য ভাবেননি মেসি। কারণ প্রথম লেগে তারা পিছিয়ে ছিলো ২-০ তে, ‘আমি আসলে ভেবেছিলাম অ্যাতলেতিকো ওদের জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। কিন্তু তিন গোল করে জাদুকরী রাত কাটিয়েছে রোনালদো।’  

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রোনালদোর মতো জাদুকরী নৈপুণ্য ছিলো মেসিরও। বুধবার তার জোড়া গোল আর দুই অ্যাসিস্টে লিওঁকে তারা উড়িয়ে দিয়েছে ৫-১ গোলের বড় ব্যবধানে।  এই অবস্থায় পরের পর্বে বার্সা যদি রোনালদো ও জুভেন্টাসের মুখোমুখি হয় তাহলে কী করবে? এর উত্তরে মেসির জবাব, ‘সব প্রতিপক্ষই সমান। তাই যেই আসুক তারা যে সহজ হবে না এটা জানাই আছে।’