সাকিবের জন্য বিসিবির শর্ত

সাকিব আল হাসান।আগামী ২৪ মার্চ থেকে শুরু হচ্ছে সাকিব আল হাসানের আইপিএল মিশন। শুরু থেকে শোনা গেছে টুর্নামেন্টের পুরোভাগেই পাওয়া যাচ্ছে তাকে। তবে টুর্নামেন্টে অংশ নিতে সাকিবকে শর্ত সাপেক্ষে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাত্রই আঙুলের ইনজুরি থেকে সেরে উঠেছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। কয়েক সপ্তাহ ধরে ব্যাটিং অনুশীলনও করেছেন। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে সাকিবের আইপিএল খেলা যেন বিপদ ডেকে না আনে তারজন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে বিসিবি।

সাকিবকে যে শর্ত দিয়ে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে তা হচ্ছে-আইপিএলের দ্বাদশ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল ও ফিজিও থেরাপি টিমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। তার ফিটনেসের অবস্থা প্রতিনিয়ত অবহিত করতে হবে।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে জানান সেসব কথা, ‘আমরা চেষ্টা করেছিলাম সাকিবের ফিটনেস প্রসঙ্গে সম্পূর্ণ একটি সিদ্ধান্তে এসে এনওসি দেওয়ার জন্য। আমরা আজকে চিকিৎসকের যে মতামত পেয়েছি তার ওপর ভিত্তি করে এনওসি ইস্যু করে দিয়েছি।’

অনাপত্তি পত্রে কী আছে তা উল্লেখ করে নিজাম উদ্দীন বলেছেন, ‘এনওসিতে উল্লেখ করে দেওয়া আছে, যেন প্রতিনিয়ত আমাদের মেডিক্যাল টিম ও ফিজিও থেরাপিস্টের সঙ্গে তার যেন যোগাযোগ থাকে এবং ফিটনেস সম্পর্কে জানানো হয়।’

আগামী ২৩ মার্চ শুরু হচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্ট চলবে ১২ মে পর্যন্ত। আর ২০ এপ্রিল শুরু হবে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের ক্যাম্প। সাকিব সেই ক্যাম্পে যোগ দেবেন নাকি আইপিএল খেলেই দলের সঙ্গে যোগ দেবেন এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, ‘সাকিব কবে দলের (বাংলাদেশ) সঙ্গে যোগ দেবেন বা কোন সময়ে যোগ দেবেন সেটা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ক্রিকেট পরিচালনা বিভাগ সিদ্ধান্ত দেবে।’

সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ রবিবার (২৪ মার্চ) তাদের প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ইডেন গার্ডেনের এই ম্যাচেই খেলতে পারবেন তিনি।