রোনালদোর জরিমানা

রোনালদোর সেই উদযাপন।চ্যাম্পিয়নস লিগে বাজে অঙ্গভঙ্গি করে অভিযুক্ত হয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আগেই জানা গিয়েছিলো শাস্তি এড়াতে পারবেন না। শেষ পর্যন্ত বৃহস্পতিবার উয়েফার দেওয়া রায়ে তাকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

একই রকম শাস্তি পেয়েছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনেও। যার বাজে অঙ্গভঙ্গির জবাব দিতে গিয়েই একই রকম শাস্তি পেলেন জুভেন্টাস ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ তারকা। আর সেই ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। বিধিবহির্ভুত আচরণ হওয়াতেই শাস্তির মুখে পড়েছেন। তবে ভাগ্যভালো এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়নি তাকে।

সেই ম্যাচে পর্তুগিজ তারকার হ্যাটট্রিকে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় জুভেন্টাস। তার জাদুকরী পারফরম্যান্সে ইতালীয় জায়ান্টরা দুই লেগ মিলে এগিয়ে থাকায় নিশ্চিত করেছে পরের পর্ব।

অবশ্য এর শুরুটা করেছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। প্রথম লেগে ২-০ তে জয় পাওয়া ম্যাচে একই রকম সভ্যতার মাত্রা ছাড়ানো অঙ্গভঙ্গি করেছিলেন এই কোচ। যার খেসারত তাকে দিতে হয় ২০ হাজার ইউরো জরিমানা দিয়ে। রোনালদোর মতো তারও সৌভাগ্য বলতে হবে, কারণ টাচ লাইনে নিষিদ্ধ করেনি উয়েফা।