অস্ট্রেলিয়ার বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথ

 

অ্যাডাম গ্রিফিথ।ডেভিড স্যাকার চলে যাওয়ার পর থেকে বোলিং কোচের পদটা শূন্য হয়ে পড়েছিলো অস্ট্রেলিয়ার। আসন্ন বিশ্বকাপ ও অ্যাশেজ সামনে থাকায় পৃথকভাবে বোলিং কোচ নিয়েছে তারা। বিশ্বকাপে অজিদের বোলিং কোচের দায়িত্বে থাকবেন অ্যাডাম গ্রিফিথ। তারপর অ্যাশেজে এই দায়িত্ব পালন করবেন ট্রয় কুলি।

দুজনেই কাজ করবেন হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে। সাবেক পেসার গ্রিফিথ অবসর নিয়েছেন ২০১১ সালে। এরপর হেড কোচের ভূমিকায় তাসমানিয়ায় নিযুক্ত হন ২০১৭ সালে। অবশ্য স্যাকারের নিয়োগের আগে ২০১৬ সালে অল্প সময়ের জন্য জাতীয় দলে আগেও বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। আর কুলি পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে দায়িত্ব পালন করছেন। তিনি ন্যাশনাল ক্রিকেট সেন্টারের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১১ সাল থেকে।

দুজনকে পেয়ে নিজেও খুব উচ্ছ্বসিত ল্যাঙ্গার। তিনি জানান, ‘আমরা সত্যিকার অর্থে ভাগ্যবান যে অ্যাডাম বিশ্বকাপের জন্য যোগ দিয়েছে। ট্রয় অ্যাশেজ সিরিজের জন্য আমাদের সঙ্গে কাজ করছে। আমি অ্যাডামের সঙ্গে এর আগেও কাজ করেছি। সে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তাতে তার কাজে আমি সন্তুষ্ট।’