হকি ফেডারেশনের নির্বাচন স্থগিত

hockeyদীর্ঘ দিন ধরে নির্বাচিত কমিটি ছাড়াই চলেছে হকি ফেডারেশন। অ্যাডহক কমিটি দিয়ে চললেও নানা জটিলতার পর নির্বাচনের তারিখ নির্ধারিত বিলম্বে। আগামী ৮ এপ্রিল নির্বাচন হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনা ঝুলে গেলো সুপ্রিম কোর্টে করা রিটের কারণে। তাই আপাতত হকি ফেডারেশনের নির্বাচন স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

প্রথম বিভাগ লিগের ক্লাব শিশু-কিশোর সংঘের কাউন্সিলর তারেক আহমেদ আদেলের ভোটার হওয়ার বৈধতা নিয়ে আদালতে রিট করেছেন একই সংগঠনের যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সিকান্দার হায়াত। এরই প্রেক্ষিতে হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকার ওপর স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন।

বৃহস্পতিবার ছিল নির্বাচনের মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল ইসলাম স্থগিতাদেশের কথা জানিয়ে বলেছেন, ‘আদালতের যে নির্দেশনা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচন কমিশনের দেওয়া চূড়ান্ত ভোটার তালিকার ওপর স্থগিতাদেশের কথা। তাই নির্বাচন স্থগিত করা ছাড়া কোনও উপায় নেই। এখন আমরা আপিল করবো।’