শিরোপার কাছে থেকেও সতর্ক ভালভারদে

বার্সা কোচ এরনেস্তো ভালভারদে।লা লিগায় শিরোপা জেতার পথে বড় ধাপই ফেলেছে বার্সেলোনা। অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-০ গোলে হারানোর পর বার্সা কোচ এরনেস্তো ভালভারদে অবশ্য এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন না। বললেন, কাজ বাকি আছে এখনও।

অ্যাতলেতিকো মাদ্রিদকে হারানোর পর তিন পয়েন্ট পেয়ে খুব খুশি বার্সা কোচ, ‘এই তিন পয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ।’ এই জয়ের ফলে ৩১ ম্যাচে শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৭৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সমান ম্যাচে সংগ্রহ ৬২। তাই শিরোপার প্রায় কাছাকাছি থেকেও বেশ সতর্ক ভালভারদে, ‘আমরা শিরোপার কাছে চলে এসেছি সত্য, তবে সেটা কিন্তু এখনও পেয়ে যাইনি। কাজটা শেষ করতে হবে।’

প্রতিপক্ষ ১০ জনের দল নিয়েও লড়াকু মেজাজ দেখিয়েছে। তাদের এই মেজাজের প্রশংসা করেছেন বার্সা কোচ। একই সঙ্গে ম্যাচ জিতে আনন্দ প্রকাশ করে বললেন, ‘আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ, এর মানে অনেক কিছু। তবে আমরা আনন্দিত কারণ প্রতিপক্ষ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ওরা যে দুর্দান্ত তার প্রমাণ ১০ জনের দল নিয়েও ওরা লড়াই করেছে।’

সামনেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। এই মুহূর্তে বাকি সব বাদ দিয়ে আপাতত সেদিকেই মনোযোগ ভালভারদের, ‘চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে। এরপরেই আমরা হুয়েস্কাকে নিয়ে ভাববো।’