আরেকটি নাটকীয় প্রত্যাবর্তনের আশায় ম্যানইউ কোচ

ম্যানইউ কোচ উলা গুনার সুলশার।ওল্ড ট্র্যাফোর্ডে জয় খরা কাটিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে তাদের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ তে প্রথম লেগ হেরে গেলেও দ্বিতীয় লেগে প্রত্যাশায় আছে আরেকটি নাটকীয় প্রত্যাবর্তনের! ম্যানইউ কোচ উলা গুনার সুলশারও প্রত্যাশায় আছেন তেমন পারফরম্যান্সের। একই সঙ্গে শিষ্যদের তাতিয়ে দিচ্ছেন শেষ ষোলোতে পিএসজির ম্যাচের কথা স্মরণ করিয়ে।

নাটকীয় এমন প্রত্যাবর্তনের আশা করতেই পারেন ম্যানইউ কোচ। শেষ ষোলোতে প্রথম লেগে  পিএসজির কাছে তাদের হারের ব্যবধানটা ছিলো ২-০। অসম্ভব সেই মিশন সফল করবে ম্যানইউ- এমন লোক পাওয়াটা ছিলো দুষ্কর। অথচ দ্বিতীয় লেগে সেই ব্যবধানটাই তারা কমিয়ে নেয় ৩-১ এ জিতে। সেই ম্যাচের কথা মনে করিয়ে শিষ্যদের একভাবে তাতিয়ে দিলেন ম্যানইউ কোচ, ‘অবশ্যই বলতে পারেন, পিএসজির বিপক্ষে করা পারফরম্যান্স আমাদের প্রেরণা দেয়, একই সঙ্গে আত্মবিশ্বাসও- আর সেটা হলো আমরা এমনটা করতে পারি।’

অবশ্য দলটা যে তীব্র পরাক্রমশালী বার্সেলোনা, তাই ভেবে সতর্কতা অবলম্বন করছেন ম্যানইউ কোচ উলা গুনার সুলশার, ‘আমরা জানি আমরা ফেভারিট একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যেখানে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’ তাই সেই চ্যালেঞ্জ উতরাতে পারলে অর্জনটাকে পিএসজি ম্যাচের চেয়েও বড় করে দেখছেন তিনি, ‘জয়টা পেলে অর্জনটা হবে পিএসজি ম্যাচের চেয়েও বিশাল কিছু। কারণ বার্সেলোনার ইতিহাসই বলে ঘরের মাঠে তারা হারতে অভ্যস্ত নয়। কিন্তু আমরা সেটা করতে পারবো।’