আয়াক্স-জুভেন্টাস ম্যাচের আগে ব্যাপক ধরপাকড়

আয়াক্স ও জুভেন্টাস সমর্থক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চ্যাম্পিয়নস লিগে আয়াক্স-জুভেন্টাসের কোয়ার্টার ফাইনাল ম্যাচের ফলাফল সবারই এখন জানা। আমস্টারডামে প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। অথচ সেই ম্যাচটি মাঠে গড়ানোর আগে জন্ম দিয়েছিলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনার। দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিলেন।  

সেই ঘটনায় বাধ্য হয়েই ব্যাপক ধরপাকড় চালিয়েছে ডাচ পুলিশ। না হলে ভিন্ন পরিস্থিতিই জন্ম নিতে পারতো! আরও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন শঙ্কায় ম্যাচের আগে গ্রেফতার হয়েছেন ১৪০ জন ভক্ত। যাদের বেশির ভাগ অবশ্য ইতালিয়ান জুভেন্টাস সমর্থক।

স্থানীয় পুলিশের বিবৃতিতে থেকে জানা গেছে, নাশকতাকারীদের কাছ থেকে পাওয়া গেছে বিভিন্ন রকমের অস্ত্র ও আতশবাজি। তাদের মধ্য থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ইয়োহন ক্রুইফ অ্যারেনার মেট্রো স্টেশনের কাছ থেকে। আরেকটি গ্রুপ তো মাঠের কাছেই পৌঁছে গিয়েছিলেন। দলবদ্ধদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জলকামানও।

প্রাথমিক বিবৃতিতে জানানো হয়েছিলো, ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে এমন ঘটনায় ব্যাপক ধরপাকড় অভিযান চালানো হয়। শুরুতে প্রায় ডজনখানেক ভক্তকে আটক করা হয় নাশকতার আশঙ্কায়। এই সময় কারো কারো কাছ থেকে হাতুড়ি, ব্যাটন, পতাকা রাখার দণ্ড উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত এখনও চলছে।