২০১৯ সালের বিশ্বকাপই যে মাশরাফির শেষ, সেটা অনেকের ধারণাতেই ছিল। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সেই কথাই জানালেন মাশরাফি, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ।’
অবশ্য নিজের শেষ বিশ্বকাপ বলেই যে বাড়তি কিছু পেতে হবে তেমনটা ভাবছেন না মাশরাফি। দলীয় অর্জনকেই বড় করে দেখছেন তিনি, ‘আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। অবশ্যই ভালো হলে শুধু নিজের কাছে না, সবাই খুশি হলে আমারও ভালো লাগবে। বাড়তি প্রত্যাশা পূরণের চাপ কখনোই নিতে চাই না। শেষ বিশ্বকাপ খেলছি, ভালো কিছু করে আসা, এটাই লক্ষ্য। আমার ভাগ্যে যা আছে, পুরো দলের ভাগ্যে যা আছে, সেটাই হবে। সফল হতে গেলে আমাদের কষ্ট করতে হবে। এর কোন বিকল্প নেই।’
নিজের প্রস্তুতি নিয়ে তার বক্তব্য, ‘আলাদা করে নিজেকে তৈরি করার কিছু নেই। বিশ্বকাপে এটাও আবার একটা চাপ। আমার কাছে মনে হয় না আলাদা করে তৈরি হয়ে ওখানে কিছু করতে পারব। প্লেয়ার হিসেবে আমাকে পারফর্ম করতে হবে। অবশ্যই অধিনায়কত্বটা খুব গুরুত্বপূর্ণ হবে। আমার যে দায়িত্বটা আছে, সেগুলো চেষ্টা করব পুরোপুরি ঠিক করার।’