শুটিংয়ে শাকিল-রত্নার সাফল্য

ছবিতে পদক জয়ীরা। জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপের নবম আসরে সাফল্য পেয়েছেন শাকিল আহমেদ। কমনওয়েলথ গেমসে রুপা পাওয়া এই শুটার জিতেছেন এয়ার পিস্তলের স্বর্ণ। মেয়েদের এয়ার রাইফেল ইভেন্টে এসএ গেমসে স্বর্ণ জয়ী শারমিন আক্তার রত্নাও জিতেছেন স্বর্ণ পদক।

পুরুষদের বিভাগে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শাকিল ২৩৬.১ স্কোর গড়ে সেরা হয়েছেন। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের নুর হাসান আলিফ ২২৬.২ স্কোর গড়ে রুপা ও আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের আব্দুর রাজ্জাক ব্রোঞ্জ পেয়েছেন। তার স্কোর হলো-২০৫.৮।

এছাড়া এয়ার পিস্তলের জুনিয়র ইভেন্টে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন সাফল্য পেয়েছে। তিনটি পদকই তাদের। স্বর্ণ জয়ী শরিফুল ইসলাম স্কোর করেছেন ২২৮.৬। শেখ শাহজালাল সাদমান ২২৬.২ স্কোর গড়ে রুপা ও রহিম মিয়া ২০২.৯ স্কোর গড়ে জিতেছেন ব্রোঞ্জ।

এয়ার রাইফেল ইভেন্টে ঢাকা রাইফেল ক্লাবের শারমিন আক্তার রত্মা ২৪২.৮ স্কোর গড়ে স্বর্ণ জিতেছেন। জুনিয়র বিভাগে কামরুন্নাহার কলি সেরা হয়েছেন। এয়ার পিস্তলে মেয়েদের ইভেন্টে কুষ্টিয়া রাইফেল ক্লাবের আরদিনা ফেরদৌস আঁখি, জুনিয়র ইভেন্টে নিলুফার ইয়াসমিন স্বর্ণ জিতেছেন।