ভারতে খেলা হচ্ছে না সাবিনার

সাবিনা খাতুন।ভারতে দ্বিতীয়বারের মতো মহিলা ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। গোকুলাম কেরালা এফসির হয়ে খেলতে তৃতীয় ম্যাচে তার মাঠে নামার কথা ছিলো। কিন্তু সোমবার রাতে কলকাতায় গিয়ে শুনলেন অন্য কথা। বিদেশি কোটায় নিবন্ধন না থাকায় সাবিনার লিগে অংশগ্রহণ সম্ভব না! শেষ পর্যন্ত কলকাতা থেকে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় ফিরতে হচ্ছে এই স্ট্রাইকারকে।

কলকাতায় গিয়ে যখন পাঞ্জাবের ফ্লাইটের অপেক্ষা, তখন গোকুলাম কেরালা এফসির ম্যানেজারের কাছ থেকে আসে অপ্রত্যাশিত এই সংবাদ। সাবিনা তাদের দলের হয়ে খেলবেন- সেটা তারা আগে থেকে ফেডারেশনকে জানায়নি। যে কারণে পাঞ্জাবের লুধিয়ানায় চলমান লিগে খেলার অনুমতিও মেলেনি সাবিনার।

এই খবরের পর রাতেই স্থানীয় একটি হোটেলে উঠেছেন। কলকাতা থেকে হতাশ কন্ঠে বলেছেন, ‘আসলে আমার দুর্ভাগ্য যে এবার ভারতের লিগে খেলার সুযোগ পেয়েও হারাতে হয়েছে। অনেক আশা নিয়ে যাচ্ছিলাম। কিন্তু পাঞ্জাবের ফ্লাইটে ওঠার অনেক আগেই দুঃসংবাদটি শুনতে হয়েছে।’

ক্লাবটির দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে বেশ ক্ষুব্ধ দেখা গেছে সাবিনাকে, ‘সেখানে লিগ শুরু হয়ে গেছে তাই এখন কোনও বিদেশি খেলোয়াড়েরর নিবন্ধন হবে না। এমন খবর তো ক্লাবটি আগে থেকেই জানাতে পারতো। তাহলে তো আমাকে এতো কষ্ট করতে হতো না। এখন কী করার আছে। ঢাকায় ফিরতে হচ্ছে দুপুরের ফ্লাইটে।’