না খেলেই সেমিতে জোকোভিচ!

D34RUgfU4AY-ql2মাদ্রিদ ওপেনে সেমিফাইনালে নাম লেখাতে পরিশ্রম করতে হলো না নোভাক জোকোভিচকে। প্রতিপক্ষ মারিন চিলিচ অসুস্থ হয়ে নাম প্রত্যাহার করে নেওয়ায় কোয়ার্টার ফাইনাল না খেলেই শেষ চারে সার্বিয়ান তারকা।

মারিন চিলিচ টুইটারে জানিয়েছেন তার পেটের সমস্যার কথা। ফুড পয়জনিংয়ের কারণে বাধ্য হয়েই শেষ আট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তাই দুঃখ প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘আমি দুঃখের সঙ্গেই জানাচ্ছি আজকের ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে হলো। ফুড পয়জনিংয়ের কারণে গতকালের রাতটা ছিলো দুর্বিষহ।’

মাদ্রিদে এভাবে শেষটা হওয়ায় দুঃখ ভারাক্রান্ত চিলিচ আরও লিখেছেন, ‘সত্যিকার আর্থে আমি খুবই হতাশ মাদ্রিদে এভাবে শেষটা হলো বলে।’

কোর্টে তুমুল প্রতিপক্ষ হলেও বাইরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোকোভিচ ও চিলিচের। তাই অসুস্থতার এই খবর জোকোভিচকে খুদে বার্তায় জানিয়েছেন চিলিচ। তাই জোকোভিচও তার সুস্থতা কামনা করেছেন, ‘মারিন শীর্ষ স্থানীয় একজন খেলোয়াড়। একই সঙ্গে আমার খুব ভালো একজন বন্ধু। ওর ফুড পয়জনিংয়ের খবর টেক্সট করে আমাকে জানিয়েছে। আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে ওঠবে।’

শনিবার সেমিফাইনালে জোকোভিচ মুখোমুখি হবেন রজার ফেদেরার অথবা ২০১৮ সালের ফাইনালিস্ট ডমিনিক থিয়েমের।