চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে দিলো রহমতগঞ্জ

রহমতগঞ্জের আক্রমণের একটি মুহূর্ত।প্রথম পর্বে দু’দলের লড়াইটা শেষ হয় ১-১ সমতায়। তবে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে হাসি মুখ নিয়েই মাঠ ছেড়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। তারা ২-১ গোলে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

বৃহস্পতিবার দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ৩-১ গোলে জিতেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। লিগে ১৪ ম্যাচে তৃতীয় জয়ে রহমতগঞ্জ ১৫ পয়েন্ট অর্জন করেছে। আর চট্টগ্রাম আবাহনী সমান ম্যাচ খেলে পঞ্চম হারে আগের ১৭ পয়েন্ট নিয়েই অবস্থান করছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরে এদিন রহমতগঞ্জ উজ্জীবিত ফুটবল উপহার দিয়েছে। যদিও শুরুটা হয়েছিলো পিছিয়ে পড়ে। ২৩ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। নাইজেরিয়ার কিংসলে চিগোজিকে বক্সের ভিতরে ফাউল করেন গোলকিপার আরিফুল ইসলাম। স্পট কিক থেকে নিজেই লক্ষ্যভেদ করেন কিংসলে। যদিও পরের মিনিটে ম্যাচে সমতা নিয়ে আসে রহমতগঞ্জ। সতীর্থের হেড থেকে ফরোয়ার্ড সোহেল রানা জটলা থেকে লক্ষ্যভেদ করেন।

বিরতির পর আক্রমণ অব্যাহত রাখে রহমতগঞ্জ।৭০ মিনিটে জয়সূচক গোলটি এসেছে ল্যান্ডিং ডারবোর সাইড ভলিতে। মিডফিল্ডার রাকিবুল ইসলামের ক্রসে গাম্বিয়ার এই মিডফিল্ডার দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন। তিন মিনিট পর অবশ্য মিডফিল্ডার শাহরান হাওলাদারের শট ক্রস বারে লেগে প্রতিহত না হলে জয়ের ব্যবধান বাড়তে পারতো আরও।

দিনের অন্য ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল টানা চতুর্থ জয় পেয়েছে। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ৩-১ গোলে। জয়ী দলের হয়ে দুগোল করেছেন রাফায়েল ওডোয়িন। অন্যটি ইউক্রেনের ভালেরি রাইশারের। ব্রাদার্সের হয়ে মিনহাজুল একটি গোল শোধ দিয়েছেন।

১৪ ম্যাচে দশম জয়ে শেখ রাসেল ৩৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে অবস্থান করছে। আবাহনী সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে। অন্য দিকে ব্রাদার্স রয়েছে তলানিতেই। ১৩ ম্যাচে তাদের আট পয়েন্ট। ১৩ দলের মধ্যে তাদের অবস্থান ১২তম।