খেলা শুরু রাত সাড়ে ১০টায়

রোদ হেসেছে ডাবলিনে।ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৃষ্টির লুকোচুরি শেষে রোদ হেসেছে ডাবলিনে। আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে ম্যাচ শুরুর সময়ও নির্ধারণ করে দিয়েছেন। স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচ। ম্যাচ হবে ২৪ ওভার করে।

২৪ ওভার নির্ধারিত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ আরও চার ওভার ব্যাটিংয়ের সুযোগ পাবে। তাদের স্কোর ২০.১ ওভারে ১৩১ রান। ক্রিজে আছেন শাই হোপ (৬৮) ও সুনিল আম্ব্রিস (৫৯)। ফলে ২৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের যা স্কোর হবে তার ওপর নির্ভর করে ডি/এল মেথডে লক্ষ্য নির্ধারিত হবে বাংলাদেশের সামনে।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তাতে বরং ব্যাট হাতে দাপুটে সূচনা করে ক্যারিবীয়রা। দুই ওপেনার সুনিল আম্ব্রিস ও শাই হোপের ব্যাটে তাদের রান চাকা সচল ছিলো বিনা উইকেটে!