বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা আফগানদের

iত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড পাত্তা পায়নি বাংলাদেশের কাছে। বিশ্বকাপের আগে প্রস্তুতিটা টাইগাররা ভালোভাবে সেরে নিলেও ধাক্কা খেয়েছে আফগানিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭২ রানের বড় ব্যবধানে হেরেছে আফগানরা।

বেলফাস্টে স্বাগতিকদের ২১০ রানে গুটিয়ে দিয়ে আফগানিস্তান ম্যাচ জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলো শুরুতে। সফরকারীদের বোলিং আক্রমণের সামনে সেভাবে প্রতিরোধ দিতে পারেনি আইরিশরা। টস হেরে ব্যাট করে আয়ারল্যান্ড ওপেনার পল স্টার্লিংয়ের ৭১ ও পোর্টারফিল্ডের ৫৩ রানে ভর করে দুইশো রান পার করে। প্রতিরোধের দেয়াল লম্বা না হওয়ায় তারা গুটিয়ে যায় ৪৮.৫ ওভারেই। আফগানদের পক্ষে ৩টি করে উইকেট নেন দাওলাত জাদরান ও আফতাব আলম। দুটি নেন রশিদ খান।

জবাবে আফগানিস্তান ছিলো তাসের ঘর। আইরিশদের চেয়েও ছন্নছাড়া ব্যাটিং করেছে সফরকারীরা। ৩৫.৪ ওভারে তারা গুটিয়ে যায় ১৩৮ রানে। সর্বোচ্চ ২৯ রান আসে আসগর আফগানের ব্যাট থেকে।

পেসার মার্ক অ্যাডেয়ার ১৯ রানে নেন ৪ উইকেট। ৩টি নেন র‌্যাংকিন।