‘পাকিস্তানকে হারালে আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে'

মেহেদী হাসান মিরাজ।আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ জিতে অপরাজিত থেকে বিশ্বকাপের শহরে পা রেখেছে বাংলাদেশ। রবিবার পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখতে চায় তারা। অবশ্য প্রস্তুতি ম্যাচ হলেও শতভাগ দিয়ে জয় তুলে নিতে উন্মুখ লাল-সবুজ জার্সিধারীরা।

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে নিজেদের লক্ষ্য প্রসঙ্গে তিনি জানান, ‘আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ, গা ছাড়া ভাব নেই।  এটা যে প্রস্তুতি ম্যাচ, এটা আমাদের মাথায় নেই। আমাদের লক্ষ্য প্রতিটা ম্যাচ ভালো খেলা। পাকিস্তানের বিপক্ষে রবিবার নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে।’

তিনি আরও যোগ করলেন এই ম্যাচের ফলটা কীভাবে কার্যকরী ভূমিকা রাখবে তাদের, ‘পাকিস্তানকে হারালে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। ত্রিদেশীয় সিরিজেও আমরা ভালো খেলেছি, সে রকম ক্রিকেট খেলতে পারলে ভালো কিছু হবে।’

জয়ের পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কথাও জানালেন মিরাজ, ‘প্রস্তুতি ম্যাচ দুইটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কন্ডিশনটা অনেক ভালো জানা যাবে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলার পর। এই ম্যাচগুলোর মাধ্যমে কন্ডিশনের সঙ্গে আমরা মানিয়ে নিতে পারব। এখানে আমরা নিজেদের যাচাই করতে পারব এবং দুর্বলতার জায়গাগুলো জানতে পারব।’

ইংলিশ কন্ডিশনে স্পিনারদের কাজটা কঠিন। তেমন প্রতিকূলতার মাঝেও মিরাজ পেসারদের সাহায্য করতে প্রস্তুত বলে জানালেন, ‘এই কন্ডিশনে স্পিনারদের উইকেট নেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রান কম দেয়া। স্পিনার হিসেবে আমার মনে হয় দলের বাকি বোলারদের সহায়তা করতে হবে। আমি যদি রান চেক দিতে পারি তাহলে অপরপ্রান্ত থেকে উইকেট বের হয়ে আসবে। আমার লক্ষ্য থাকবে এটাই যে রান কম দিয়ে বোলিং করা।’