হারেও বিচলিত নন ভালভারদে

0433d7e4e78c073fefc15021b80e4eece6338a1cকোপা দেল রেতে টানা পঞ্চম শিরোপার হাতছানি ছিলো বার্সেলোনার। অথচ লা লিগা চ্যাম্পিয়নরা ফাইনালে ধরা দিলো বড্ড বিবর্ণভাবে। ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে জায়ান্টদের। চ্যাম্পিয়নস লিগে হারের পর শেষ দিকে এমন দুর্দশায় মোটেও বিচলিত নন বার্সা কোচ। বরং বললেন, ‘আমি ভালো আছি।’

ভালভারদের সামনে কঠোর প্রশ্ন ধেয়ে আসতোই। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুলের কাছে হেরে বিদায়ের পর মৌসুমের শেষটাও আরেকটি হার দিয়ে। এমন হারের পর কোচের জন্যে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমিউ। তিনি সরাসরি বলেছেন অপ্রত্যাশিত হারের দায়টা মোটেও ভালভারদের নয়। বার্সা কর্তৃপক্ষকে পাশে পেয়ে ভালভারদেও বেঁচে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। যখন প্রশ্ন করা হলো সময় আপনার শেষ তখন তার উত্তর ছিলো, ‘আমি ভালো আছি। আপনি যখন জিতবেন স্বাভাবিকভাবে ভালো লাগবে, কিন্তু লিভারপুলের কাছে হেরে গিয়ে অনুভূতিটা হয়তো ভিন্নরকম ছিলো, এমনকি আবার আজকে হেরে গিয়েও।’

আরেকটু হলে দ্বিমুকুট জেতা হয়ে যেত বার্সার। পুরো মৌসুমে দাপুটে থাকার দরুণ এমন প্রত্যাশা করেছিলো সবাই। তা না হওয়ায় সেই হতাশার কথা নিজেও মানছেন বার্সা কোচ, ‘মৌসুমে যেভাবে সুযোগ তৈরি করেছি তাতে আমরা প্রত্যাশা মেটাতে পারিনি। এক মাস আগে লা লিগা শিরোপা জিতেছি, এরপর ত্রিমুকুট জয়ের কথাও ভেবেছি। কিন্তু সেই পথ থেকে আমরা ছিটকে গেছি। তবে আমরা শিরোপা জেতার জন্যেই এসেছি আর কিছুর জন্য নয়।’

এরপরেই বললেন এমন হারের পর মোটেও বিচলিত নন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘তবে আমি ভালো আছি… ভালো আছি। যখন কোচ হেরে যায় তখন সব কিছুর প্রতিকার চাই আমরা, পরিবর্তন চাই। এ নিয়ে কোনও সন্দেহ নেই। আমি জানি হারাটা কষ্টের, অবশ্যই কিছুর অভাব তো আছে। কিন্তু এই দায়িত্বও অনেক কঠিন, এটাও আপনাকেও স্বীকার করতে হবে।’