ক্লপের অন্যরকম স্বস্তি

গতবার না পারলেও এবার শিরোপা উঁচিয়ে ধরেছেন ক্লপ।কোচ হিসেবে টানা ছয়বার ফাইনালের মতো মঞ্চে হৃদয় ভাঙার গল্পের চরিত্র হতে হয়েছে ইয়ুর্গেন ক্লপকে। গতবার এই লিভারপুলকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছালেও সাফল্য পাননি। এমনকি ২০১৩ সালেও ডর্টমুন্ডের ডাগ আউটে থেকে হারের তিক্ত স্বাদ নিয়েছেন। অবশেষ সপ্তমবার এসে ভাগ্যদেবী মুখ তুলে চেয়েছে ‍তার দিকে। লিভারপুলকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এবার। তাতে দীর্ঘদিন বয়ে চলা ব্যর্থতার বোঝা নেমে গেছে তার বুক থেকে। তাই স্বাভাবিকভাবেই ম্যাচের পর স্বস্তি ঝরেছে ক্লপের কণ্ঠে।

ম্যাচের পর উচ্ছ্বসিত লিভারপুল কোচ বললেন, ‘সত্যি করেই বলছি এখন খুব হাল্কা লাগছে। বিশেষ করে আমার পরিবারের জন্যে।’ পরিবারকে সঙ্গে নিয়ে শেষ ছয়বারের তিক্ত অভিজ্ঞতার কথা এভাবেই বললেন ক্লপ, ‘শেষ ৬ বার আমরা ছুটিতে গেছি শুধুমাত্র সিলভার মেডেল নিয়ে। কিন্তু তখন ওই সময়ের অনুভূতিটা এত স্বস্তির ছিলো না। কিন্তু এই বছরটা বলতে পারেন অন্যরকম। বিশেষ করে পরিবারের জন্য।’

টটেনহামকে ২-০ গোলে হারিয়ে ২০০৫ সালের পর চ্যাম্পিয়ন তারা। এত দীর্ঘ অপেক্ষার পর ট্রফি আসায় ম্যাচের পর শুধু ক্লপই নন, কেঁদে ফেলেছেন তার শিষ্যরাও। সেই অনুভূতির কথা জানাতে গিয়ে ক্লপ বললেন, ‘আমি ও আমার প্লেয়াররা মাঠে কেঁদেই ফেলেছি। কারণ বলতে পারেন দিনটা সত্যিকার অর্থে খুব আবেগঘন ছিলো। আবার একই সঙ্গে টটেনহামের কেমন লাগছে সেটা বাকিদের চেয়ে আমার ভালো করেই জানা।’