স্মিথকে বিদ্রূপ করা নিয়ে যা বললেন সরফরাজ

সরফরাজ আহমেদ।ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে স্টিভেন স্মিথকে দুয়ো দিয়েছিলেন ভারতীয় দর্শকরা। বিষয়টি ভালো লাগেনি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। এই অবস্থায় আজকে পাকিস্তানের দর্শকরাও একই আচরণ করবেন কিনা এমন প্রশ্নে দলের সমর্থকদের নিয়ে বেশ ইতিবাচক দেখা গেলো অধিনায়ক সরফরাজ আহমেদকে।

স্মিথকে দুয়ো দেওয়ায় কোহলি নিজেই দর্শকদের ইঙ্গিত দিচ্ছেন থেমে যেতে। বলছিলেন স্মিথকে যেন করতালিতে উৎসাহ দেওয়া হয়। সরফরাজের সামনে এই প্রসঙ্গ রাখতেই তিনি বললেন, ‘আমি মনে করি না পাকিস্তানের দর্শকরা এমনটি করবে। কারণ পাকিস্তানি ভক্তরা ক্রিকেটকে খুব ভালোবাসে, তারা ক্রিকেটারদের ভালোবাসে, সমর্থন করতে ভালোবাসে।’

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সময় স্মিথকে ‘প্রতারক, প্রতারক’ বলে বিদ্রূপ করতে দেখা গেছে ভারতীয় সমর্থকদের। স্মিথের সেই টেম্পারিং কাণ্ড নিয়ে সরফরাজ মনে করেন সেসব এখন অতীত, ‘আমার মনে হয় সেসব এখন পুরনো হয়ে গেছে। এটা অতীত। তবে এসব নিয়ে আমরা ভাবছি না। ম্যাচ নিয়েই আমাদের যত ভাবনা।’