হকিতে আসছেন ইরানি কোচ

ইরানের কোচ আসছেন বাংলাদেশে।থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে ইনডোর এশিয়া কাপ হকি। সেই লক্ষ্যে বিদেশি কোচ আনছে বাংলাদেশ হকি ফেডারেশন। আপাতত স্থানীয় কোচ দিয়ে কাজ চললেও আগামী শনিবার থেকে বিদেশি কোচ পাচ্ছে জিমি-শিতুলরা।

ইনডোর হকির জন্য এবারে কোচ আনা হচ্ছে ইরান থেকে। নতুন এই কোচ হলেন হামিদ রেজা বোখারাই কাশি। ইরানকে সাতবার ইনডোর হকিতে চ্যাম্পিয়ন করানো এই কোচের হাতে এবার তুলে দেওয়া হচ্ছে জিমি-শিতুলদের দায়িত্ব।  

আগামী ১৫ থেকে ২১ জুলাই চলবে ইনডোর এশিয়া কাপ হকি। উদ্বোধনী দিনেই মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ দলের অনুশীলন চলছে বিকেএসপিতে।  

হকি ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রশীদ শিকদার বাংলা ট্রিবিউনকে বলেছেন আপাতত ইনডোর হকির জন্যই এই কোচ, ‘আপাতত ইনডোর হকির জন্য ইরানের কোচ আনা হচ্ছে। আশা করছি তার অধীনে দল ভালো করতে পারবে।’

ইনডোর হকিতে অংশ নেওয়া জাতীয় দলের জন্য নতুন অভিজ্ঞতা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও আছে শক্তিশালী ইরান, মালয়েশিয়া ও ফিলিপাইন। ‘বি’ গ্রুপে আছে কাজাখস্তান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, নেপাল ও মিয়ানমার।