আফগানদের সামনে এবার ইংলিশ বাধা

4fadf-15607630145110-800বিশ্বকাপে শেষ দুই ম্যাচে শ্রেষ্ঠত্ব ধরে খেলা ইংল্যান্ড আজ মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের তলানির দল আফগানিস্তানের। ম্যানচেস্টারে ম্যাচটায় স্বাগতিকরা আধিপত্য ধরে খেলতে মুখিয়ে থাকলেও তাদের ভাবাচ্ছে জেসন রয়ের অনুপস্থিতি। মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। দেখাবে স্টার স্পোর্টস, গাজী টিভি ও মাছরাঙা।

শেষ দুই ম্যাচেই ইংল্যান্ড জিতেছে বিশাল ব্যবধানে। একটিতে ১০৬ রানে, আরেকটিতে আট উইকেটের ব্যবধানে। এমন বড় ব্যবধানে জিতে সেমিফাইনালের পথটা সুগম করে রেখেছে স্বাগতিকরা। তাদের এমন ছন্দে থাকা পারফরম্যান্সে দুশ্চিন্তা বাড়াচ্ছে অধিনায়ক এউইন মরগান ও ওপেনার জেসন রয়ের চোট। রয় হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় দুই ম্যাচ থাকতে পারবেন না।

তাই সবশেষ ম্যাচে রয়ের বদলে ওপেনিংয়ে খেলতে হয়েছে জো রুটকে। তাতে সেরাটাই দিতে দেখা গেছে তাকে, দেখা পেয়েছেন দ্বিতীয় সেঞ্চুরির। তবে আফগানদের বিপক্ষে আজ ৩ নম্বরে দেখা যাবে তাকে। রয়ের বদলে ওপেনিংয়ে দেখা যেতে পারে জেমস ভিন্সকে। বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নামবেন তিনি।

অপর দিকে টুর্নামেন্টে এখনও ইনিংসের পুরো ওভারে ব্যাটিং প্রদর্শনীটা দেখাতে পারেনি আফগানরা। তাতে হার সঙ্গী হয়েছে ৪ ম্যাচেই। যেমন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেটে ৬৯ রান থেকে নবীরা মাত্র ৩৫ ওভারে গুটিয়ে গেছে ১২৫ রানে। সে হিসেবে ইংলিশদের বিপক্ষে কিছু করে দেখাতে হলে টিম পারফরম্যান্স প্রয়োজন হবে গুলবাদিন নাইবদের।