শ্রীলঙ্কাকে আইসিসির সতর্কতা

sri-lanka-1200-1ম্যাচের পর নির্ধারিত সংবাদ সম্মেলনে আসার প্রথা দলগুলোর। দলের হয়ে কেউ না কেউ ম্যাচের পর মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। বিশ্বকাপে এবার আর সেই প্রথা ভেঙে বিপদের মুখে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার কাছে হারের পর আইসিসির নিয়ম তোয়াক্কা না করেই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অনুপস্থিত থেকেছে অনেকটা গায়ের জোরেই!

শুরুতে শ্রীলঙ্কা ক্রিকেট দলের এমন অবাধ্য আচরণে আইসিসি কড়া পদক্ষেপ নেবে- এমন সংবাদ শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত আইসিসি তেমন পথে হাঁটেনি। শুধু মাত্র সতর্ক করে ছেড়ে দিয়েছে লঙ্কানদের। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট জানাচ্ছে যে যেসব খবর শোনা যাচ্ছিলো শাস্তির বিষয়ে তেমন কিছুই হচ্ছে না। আইসিসির সঙ্গে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট কথা বলেছে। আমরা আশ্বস্ত করেছি দ্বিতীয়বার টুর্নামেন্টে এমনটি আর হবে না।’

একই সঙ্গে টিম ম্যানেজমেন্টকে আইসিসির নিয়ম মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে এই বিবৃতিতে, ‘একই সঙ্গে ম্যানেজমেন্টকে বলা হচ্ছে তারা যেন আইসিসির নিয়ম ঠিকমতো মেনে চলে।’

এখন পর্যন্ত ৫টি ম্যাচের মাত্র একটিতে জিতেছে শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলে অবস্থান করছে ষষ্ঠ স্থানে। এমন আচরণ বিধি ভঙ্গের আগে গত সপ্তাহেই আইসিসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছিলো শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট!