বড় দলগুলোর সঙ্গে আরও বেশি ম্যাচ চান নাইব

77587f834c2bd27d6f1a1e496099340434132a74বিশ্বকাপে টানা হারের বৃত্তে রয়েছে আফগানরা। পয়েন্ট টেবিলের মতো তাদের আত্মবিশ্বাসও এখন তলানিতে। বাজে পারফরম্যান্সের উন্নতি করতে শীর্ষ দলগুলোর সঙ্গে আরও বেশি করে ম্যাচ চাইছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। তাই শীর্ষ দলগুলোকে এগিয়ে আসতে বললেন ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে।

শনিবার সাউদাম্পটনে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আফগান অধিনায়ক গুলবাদিন নাইব জানালেন বড় দলগুলোর সঙ্গে খেলার প্রয়োজনীয়তার কথা, ‘অবশ্যই আমরা এটা চাই। আপনারা যদি দেখেন আমরা কিন্তু বাকি দলগুলোর সঙ্গে সেভাবে খেলছি না। কিন্তু তারপরেও ভালো করি।’

বড় দলগুলোর সঙ্গে খেলে নিজেদের অভিজ্ঞতা বাড়াতে চান নাইব। তিনি নির্দিষ্ট কিছু দলের বিপক্ষে আরও বেশি করে ম্যাচ খেলতে চাইছেন, ‘আমরা অভিজ্ঞতার উন্নতি চাই। তাই ভালো দল যেমন ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে আমাদের খেলা উচিত।’

শীর্ষ দলগুলোর সঙ্গে খেললেই কেবল উন্নতি সম্ভব বলে মত নাইবের, ‘সেরা ৫ থেকে ৬টি দলকে টার্গেট করলে তাদের সঙ্গে আমাদের বেশি করে খেলা উচিত। তাতে হয়তো আমরা হারবো, কিন্তু একটা সময় পরিবর্তনটা চোখে পড়বে।’

অবশ্য এই টুর্নামেন্টে জয় না পেলেও বিশ্বকাপে অংশ নিতে পারাকেই উন্নতির স্বাক্ষর বলে মনে করেন আফগান অধিনায়ক, ‘সবাই জানে ক্রিকেটে আফগানিস্তান উদীয়মান একটি দল। আমার জন্য এটাই গর্বের যে আমরা শীর্ষ দশের একটি দল।’