তিন বছর পর মহিলা হ্যান্ডবল লিগ

Asaduzzaman Kohinoor Sec. Handball Fedration.তিন বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে কিউট মহিলা হ্যান্ডবল লিগ। আগামী শনিবার শুরু হতে যাওয়া লিগে অংশ নিচ্ছে ৯টি দল।

৯ দলের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব অংশ নিলেও নেই রানার্সআপ মোহামেডান স্পোর্টিং লিমিটেড। তিন বছর পর লিগ শুরু ও মোহামেডানের না থাকা প্রসঙ্গে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নানান কারণে লিগের ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। আর মোহামেডান ক্লাবকে আমরা আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলাম। কিন্তু তাদের পক্ষ থেকে কোনও সাড়া পাইনি।’

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলো হচ্ছে-আরামবাগ ক্রীড়া চক্র, আর এন স্পোর্টস হোম, মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, ভিকারুননিসা নূন স্পোর্টস ক্লাব, গফুর বেলুচ স্মৃতি সংসদ, জামালপুর স্পোর্টস একাডেমি, কোয়ান্টাম ফাউন্ডেশন ও দিলকুশা স্পোর্টিং ক্লাব।

শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় স্টেডিয়ামে ১৩ দিনের লড়াই শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দলের ঘরে উঠবে ট্রফি।