আমাদের দলনেতা তিতে: আলভেস

ব্রাজিল কোচ তিতে।তিতের অধীনে অবশেষে আক্ষেপ ঘুচিয়েছে ব্রাজিল। মারাকানায় পেরুকে ৩-১ গোলে হারিয়ে এক যুগ পর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন সেলেসাওরা। অথচ ব্রাজিলের এই কোচের ভবিষ্যৎ নিয়ে কিছুদিন ধরে চলছিল নানা গুঞ্জন। অসাধারণ এই কৃতিত্বের পর তার ভূমিকাই যে প্রধান ছিল তা ম্যাচের পর জানিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় দানি আলভেস।

ম্যাচের পর গুরুকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলীয় রাইট ব্যাক, ‘আমাদের দলনেতা আসলে তিতে। এমন ঘটনায় সবাইকে অভিনন্দন জানাই। আবারও বলছি অভিনন্দন আমাদের লোকদের আর স্টাফদের।’

টুর্নামেন্টের নৈতিকতা নিয়ে মেসির অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন আলভেসও। তিনি বলেছেন, ‘মেসির সঙ্গে আমি একমত নই। আমাদের পেশাদার খেলোয়াড় আছে যাদের নিয়ে আমরা মূলত লড়াইটা চালিয়েছি।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘যোগ্যতর দল হিসেবেই ব্রাজিল সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে। এটা বিশেষ অর্জন। কে কি বললো তা নিয়ে আমাদের মাথা ঘামাবো না। এমনকি মেসি হলেও।’