তাইজুলের ৮ উইকেটে শক্ত অবস্থানে বিসিবি একাদশ

৮ উইকেট নিয়েছেন তাইজুল। ভারতের বেঙ্গালুরুতে কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠেছেন স্পিনার তাইজুল ইসলাম। আগের দিন শেষ বিকালে এক উইকেট নিয়ে শুরু করেছিলেন। তৃতীয় দিন আরও ৭ উইকেট নিয়ে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৩৫৩ রানে গুটিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি।

তৃতীয় দিন শেষে তাই বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ বিসিবি একাদশ। মুমিনুল, শান্তর সেঞ্চুরি ও জহুরুল হক, আরিফুল হকের হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০০ রানের বড় সংগ্রহ গড়ে তারা। জবাবে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের প্রথম ইনিংসে ৩৫৩ রান সংগ্রহ করেছে। ১১৪ রানে ১ উইকেট নিয়ে তৃতীয় দিন শুরু করেও শেষটা ভালো হয়নি তাদের। তাসকিন আহমেদের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন আগের দিন ফিফটি করা অক্ষয় কোলহার।

এরপরেই শুরু হয় তাইজুলের ঘূর্ণি জাদু। একই ওভারে তিন বলের মধ্যে তুলে নেন দুই উইকেট। ততক্ষণে ২৩৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে ভারতের স্বাগতিক দলটি। একে একে বিদর্ভের আরও পাঁচটি উইকেট নিয়ে নেন বাঁহাতি এই স্পিনার। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন অথর্ব দেশপান্ডে এবং ৬২ রান আসে অক্ষয় কোলহার ব্যাট থেকে।

বিসিবি একাদশের হয়ে ৮৯ রানে ৮টি উইকেট নেন তাইজুল ইসলাম এবং একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও আরিফুল হক।

১৪৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বিসিবি একাদশ। দিনশেষে ১ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করেছে অতিথিরা। জহুরুল ২৫ রানে আউট হলেও সাইফ হাসান ১৫ ও মমিনুল হক ১ রানে ব্যাটিং করছেন। ১৮৯ রানে এগিয়ে থেকে কাল চতুর্থ ও শেষ দিনে মাঠে নামবে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি একাদশ ১ম ইনিংস: ১৪৮ ওভারে ৫০০/৭ ডিক্লে. (মুমিনুল ১৬৯, শান্ত ১১৮, জহুরুল ৯৬, আরিফুল ৭৭; দর্শন ৪/৭৯)

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ১ম ইনিংস: ৯৪.৪ ওভারে ৩৫৩ (দেশপান্ডে ৯১, অক্ষয় ৬২, সঞ্জয় ৪৯; তাইজুল ৮/৮৯, আরিফুল ১/৩৬, তাসকিন ১/৭৮, ইবাদত ০/৪৮, নাঈম ০/৯৯)।

বিসিবি একাদশ ২য় ইনিংস: ১৯ ওভারে ৪২/১ (জহুরুল ২৫, সাইফ ১৫*, মুমিনুল ১১; ডুবে ১/১০)।