ইনডোর হকিতে অবশেষে বাংলাদেশের জয়

ম্যাচের মুহূর্তে দুই দল।এশিয়ান ইনডোর হকিতে মালয়েশিয়া ও ইরানের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টানা দুই হারের পর আজ প্রথম জয়ের মুখ দেখলো জিমি-শিতুলরা।  থাইল্যান্ডে মইনুল ইসলাম কৌশিকের ডাবল হ্যাটট্রিকে বাংলাদেশ ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিলিপাইনকে।

ম্যাচের প্রথমার্ধেই বড় ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ব্যবধান ছিল ৬-০ গোলের। বাংলাদেশ দলের মইনুল ইসলাম কৌশিক একাই করেন ৬ গোল। বাকি দুটি গোল এসেছে রাসেল মাহমুদ জিমির স্টিক থেকে। অন্য গোলটি করেছেন আশরাফুল ইসলাম।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের সহকারী কোচ জাহিদ হোসেন রাজু বাংলা ট্রিবিউনকে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ‘ইনডোর হকিতে আমরা প্রথম ম্যাচ জিতলাম। এটা ইতিহাসের অংশ হয়ে থাকলো। এই ম্যাচে খেলোয়াড়রা বেশ ভালো খেলেছে। ফিলিপাইন ইনডোর হকিতে আগে থেকেই খেলে থাকে। তাদের বিপক্ষে আধিপত্য রেখে আমরা ম্যাচ জিতেছি।’

গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক থাইল্যান্ডের।